বার্সেলোনার ঘর ভাঙার শেষ দৃশ্য হয়েই যেন এসেছিল লিওনেল মেসির ক্লাব ছাড়া। তবে এরপর থেকেই ‘সোনালী দিন’ ফেরানোর পালা চলছে ক্লাবটিতে। ফিরে এসেছেন জাভি হার্নান্দেজ, তবে ভিন্ন ভূমিকায়, কোচ হয়ে। এরপর দানি আলভেস ফিরলেন। তাদের ফেরানোর পর গুঞ্জন, তবে কি লিওনেল মেসিও? সে ভাবনাটা উড়িয়ে দিলেন না বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা।

বার্সেলোনায় থাকাকালে মেসির সবচেয়ে কাছের মানুষ ছিলেন যিনি, সেই আলভেসই দলে ফিরেছেন গেল সপ্তাহে। এরপর গতকাল ১০০০০ সমর্থকদের সামনে তাকে উপস্থাপন করা হয়। ক্লাব সভাপতি লাপোর্তা তাকে স্বাগতম জানিয়ে বলেন, ‘ফিরে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা এটা আবারও করবো দানি। তুমি যেদিন প্রথম বার্সেলোনায় এসেছিলে, সে দিনের আবেগগুলো যেন ফিরে ফিরে আসছে এখন।’

আরও পড়ুন : মেসির বিরুদ্ধে বিরাট এক অভিযোগ এনেছেন পিএসজির ডিরেক্টর

৩৮ পেরিয়ে গেলেও আলভেসকে কেন ফিরিয়েছে বার্সা, জানালেন সভাপতি। বললেন, ‘শারীরিকভাবে সে খুবই ভালো, এটা প্রকৃতিপ্রদত্ত। আমার মনে আছে সে যখন প্রথম এসেছিল, সে বলেছিল ছোটবেলায় প্রতিদিন সে ২০ কিলোমিটার হেঁটে বা দৌড়ে স্কুলে যেত। তবে সে এমন একজন খেলোয়াড় যে লড়তে পছন্দ করে, দলেও সে সেটা ছড়িয়ে দেয়।’

আলভেসকে তো ফেরানো হলো? এবার কি তবে মেসিও? কিংবা আন্দ্রেস ইনিয়েস্তা? লাপোর্তা বিষয়টা উড়িয়ে দিলেন না আদৌ। বরং যা বললেন, তাতে গুঞ্জন ঘণীভূত হলো আরও। বললেন, ‘আমি মোটেও উড়িয়ে দিচ্ছি না। এমন কিছু খেলোয়াড় আছে যারা ক্লাবকে শ্রেষ্টত্ব এনে দিতে অনেক বড় অবদান রেখেছে। মেসি আর ইনিয়েস্তা দুর্দান্ত। আমি ভবিষ্যৎ বলে দিতে পারব না, কারণ তারা এখনো খেলে যাচ্ছে। কিন্তু তারাই এই ক্লাবকে শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে, আমরা বিষয়টা সবসময়ই মনে রাখবো। যদিও তাদের ক্লাবের সঙ্গে তাদের চুক্তি আছে যা আমাদের সম্মানও করতে হবে। তবে জীবনে কী ঘটে যায়, আপনি নিজেও জানেন না।’

এনইউ