উরুগুয়ের বিপক্ষে খেলেছিলেন ১৫ মিনিট। তাই প্রশ্ন ছিল লিওনেল মেসি ব্রাজিলের বিপক্ষে শুরু থেকেই খেলবেন কি না। সে প্রশ্নের উত্তর মিলেছে দুই দলের একাদশ প্রকাশের পরই। মেসিকে নিয়েই ব্রাজিলের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। 

মেসি দলে ফেরায় বেঞ্চে জায়গা হয়েছে আগের ম্যাচের একমাত্র গোলের যোগানদাতা পাওলো দিবালার। আর্জেন্টিনা দলে পরিবর্তন এই একটাই নয়। মাঝমাঠেও এসেছে পরিবর্তন। শঙ্কা কাটিয়ে চোট থেকে সরাসরি একাদশে ফিরেছেন মেসির পিএসজি সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। এর ফলে দলে জায়গা হারিয়েছেন গিদো রদ্রিগেজ।

ব্রাজিল দলেও এসেছে বেশ কয়েকটা পরিবর্তন। চোটের কারণে নেইমার নেই, আগের ম্যাচে খেলা গ্যাব্রিয়েল জেসুসও নেই আজ। দুজনের বদলে দলে আছেন ভিনিসিয়াস জুনিয়র আর মাতেউস কুনিয়া। মাঝমাঠে ক্যাসেমিরো নেই দুটো হলুদ কার্ড দেখে ফেলায়। তার জায়গায় দলে এসেছেন ফাবিনিও।

আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ; 
নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস অটামেন্ডি, মার্কোস আকুনইয়া; 
রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো চেলসো; 
আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি। 

ব্রাজিল একাদশ
অ্যালিসন;
দানিলো, এডার মিলিতাও, মারকিনিয়োস, অ্যালেক্স সান্দ্রো;
ফ্রেড, ফাবিনিও, লুকাস পাকেতা;
রাফিনিয়া, মাতেউস কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র।