নেইমারকে ছাড়া আর্জেন্টিনার বিপক্ষে কেমন হবে ব্রাজিল দল?
বিশ্বকাপ যাত্রা নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ীদের শিবিরে অবশ্য এরপরও খুব একটা স্বস্তি নেই।
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে আগামীকাল মাঠে নামবে দলটি। এর আগেই কিনা চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন দলের প্রাণভোমরা নেইমার! মঙ্গলবার রাতে ব্রাজিল জানিয়ে দিয়েছিল বিষয়টি। এর কারণে দলের সঙ্গে আর্জেন্টিনাতেও যাননি তিনি, সোজা চলে গেছেন প্যারিসে।
বিজ্ঞাপন
সেলেসাও শিবিরে আছে আরও এক অনুপস্থিতি। আর্জেন্টিনার বিপক্ষে খেলবেন না ক্যাসেমিরো। তার না খেলার কারণটা অবশ্য চোট নয়। আগের ম্যাচে হলুদ কার্ড দেখেছেন একটা। কোয়ালিফায়ার চলাকালে এ নিয়ে দ্বিতীয় বার হলুদ কার্ড দেখলেন তিনি। ফলে তিনিও এই ম্যাচে খেলতে পারছেন না।
ক্যাসেমিরো না থাকার কারণে তড়িঘড়ি করে ডাকা হয়েছে স্থানীয় মিডফিল্ডার এডেনিলসনকে। যদিও লিভারপুল মিডফিল্ডার ফাবিনহোকেই আগামীকাল আর্জেন্টিনার বিপক্ষে দেখা যেতে পারে ক্যাসেমিরোর জায়গায়।
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল একাদশ
অ্যালিসন;
দানিলো, এডার মিলিতাও, মারকিনিয়োস, অ্যালেক্স সান্দ্রো;
ফ্রেড, ফাবিনিও, লুকাস পাকেতা;
রাফিনিয়া, মাতেউস কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র।