চোরাবালিতে যেন ডুবে আছে বার্সেলোনা। প্রথমার্ধে তিন গোল দিয়ে পরের অর্ধে সমান গোল হজম করছে। ম্যাচ হচ্ছে ড্র। জয় যেন হয়ে গেছে দূর আকাশের তারা। বরখাস্ত হয়েছেন কোচ রোনাল্ড কোম্যান। দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি জাভি।

বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও আটটি লা লিগাসহ মোট ২৫টি শিরোপা জিতেছেন খেলোয়াড়ি জীবনে। সোমবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার দায়িত্ব তুলে দেওয়া হয় তার কাছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন এই স্প্যানিশ কিংবদন্তি। সেখানেই দলকে জয়ের ব্যাপারে দেখিয়েছেন আত্মবিশ্বাস।

তিনি বলেছেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আবেগপ্রবণ হতে চাই না কিন্তু রোমাঞ্চটা অনুভব করছি। এটি বিশ্বের সবচেয়ে বড় ক্লাব এবং আপনাদের প্রত্যাশা পূরণের জন্য আমি কঠোর পরিশ্রম করব। বার্সেলোনা ড্র বা পরাজয় মেনে নিতে পারে না। আমাদের সব ম্যাচেই জিততে হবে।’

নিজের প্রস্তুতি ও কৌশল নিয়ে বলতে গিয়ে জাভি বলেছেন, ‘আমি প্রস্তুত হয়েই এসেছি। আমার ডিএনএ পরিবর্তন হয়নি। আমাদের লাগাম ধরতে হবে, বল দখলে রাখতে হবে, সুযোগ তৈরি করতে হবে, উজাড় করে দিতে হবে। হারিয়ে যাওয়া অনেক কিছুই উদ্ধার করার ব্যাপার আছে আমাদের।’

জাভির এক সময়ের সতীর্থ ও বার্সেলোনার ইতিহাসের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা। অনেকেই তার সঙ্গে তুলনা করছেন জাভিকে। সেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন কাতারি ক্লাব আল-সাদের দায়িত্ব ছেড়ে আসা এই কোচ।
 
জাভি বলেছেন, ‘যদি তারা আমাকে গার্দিওলার সঙ্গে তুলনা করে, তাহলে এটা খুব ইতিবাচক ব্যাপার। সে এই পৃথিবীর সেরা কোচ। আমি চাপটা বুঝতে পারছি। আমি এখন পৃথিবীর সেরা ক্লাবে আছে। প্রত্যাশাটা দারুণ, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে শিরোপা জেতার জন্য।’

এমএইচ