বার্সেলোনার কোচ হতে সাদের দায়িত্ব ছেড়েছেন জাভি
গুঞ্জনটা সত্যি হতে চলেছে অবশেষে। বার্সেলোনার নতুন কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লাবটির কিংবদন্তি জাভি হার্নান্দেজ। বর্তমানে কাতারের ক্লাব আল সাদে হেড কোচের দায়িত্ব পালন করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারা জানিয়েছে, বার্সেলোনার দায়িত্ব নিতে তাদের দায়িত্ব ছাড়ছেন জাভি।
টুইটারে আল সাদ লিখেছে, ‘আল সাদের কর্তা ব্যক্তিরা জাভির বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। তারা আমাদের চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট টাকা দেবে। আমরা ভবিষ্যতে বার্সেলোনার সঙ্গে সহযোগিতার বিষয়ে একমত হয়েছি। জাভি আল সাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমরা তাকে শুভ কামনা জানাই।’
বিজ্ঞাপন
— #76 Al Sadd SC | (@AlsaddSC) November 5, 2021
এর আগে বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফুটবল ক্লাব বার্সেলোনা জানায় হেড কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা রায়ো ভায়োকানোর বিপক্ষে পরাজয়ের পর এই সিদ্ধান্তের কথা জানান।
রোনাল্ড কোম্যানের অধীনে বার্সা একেবারেই সুবিধা করতে পারছিল না। স্প্যানিশ লা লিগায় এখন পর্যন্ত নিজেদের খেলা ১০ ম্যাচে মাত্র ৪টিতে জয় পাওয়া বার্সা তখন ছিল ৯ নম্বরে। গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হারের পর বুধবার রাতে রায়ো ভায়োকানোর কাছে ১-০ ব্যবধানে হারে কাতালান ক্লাবটি।
চ্যাম্পিয়নস লিগেও ভালো অবস্থানে নেই তারা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বায়ার্ন ও বেনফিকার কাছে ৩-০ গোলে হেরে তিনে অবস্থান করছে। এতে ২০০৩ সালের পর শেষ ষোলোতে উঠা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও অন্তবর্তীকালিন কোচের অধীনে ডায়নাভো কিয়েভের বিপক্ষে জিতেছে তারা।
২০২০ সালের ১৯ আগস্ট বার্সায় কোচিং ক্যারিয়ার শুরু করেন কোম্যান। ক্লাবটির হয়ে ডাগ আউটে দাঁড়িয়ে ৬৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সফলতা বলতে একমাত্র কোপা দেল রে'র শিরোপা জয়। যত দিন যাচ্ছিল, ততই কোম্যানের প্রতি বিদ্বেষ বাড়ছিল বার্সা সমর্থকদের। অবশেষে বরখাস্ত হন কোম্যান।
এমএইচ