ক্রিশ্চিয়ানো রোনালদো ফিরে আসায় উচ্ছ্বাসে মেতেছিল ওল্ড ট্রাফোর্ড। বিশ্বের অন্যতম ধারাবাহিক এই ফরওয়ার্ডকে দলে ভিড়িয়ে প্রত্যাশাটাও ছিল আকাশচুম্বী। এখন পর্যন্ত সেই প্রত্যাশা ভালোভাবেই মিটিয়ে চলেছেন সিআর সেভেন। মঙ্গলবার রাতে আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় শেষ মুহূর্তে গোল করে আরও একবার খাঁদের কিনারা থেকে টেনে তুলেছেন দলকে।

এমন নির্ভরযোগ্য ফরোয়ার্ডকে দলে পেলে দুশ্চিন্তা কিছুটা কমবে যে কোন কোচের। সোলশায়ারও অস্বীকার করেননি দলে রোনালদোর অতিমানবীয় পারফরম্যান্সের প্রভাব। রোনালদোকে তারকা বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের সঙ্গে তুলনা করেছেন তিনি। রেড ডেভিল কোচ বলেন, ‘দলে সবারই ভূমিকা ও দায়িত্ব রয়েছে। অবশ্যই ক্রিশ্চিয়ানো এই দলের একজন নেতা। সে সবসময় এটাই করে, সে গোল করে।’

পর্তুগিজ সুপারস্টারের প্রশংসায় সোলশায়ার আরও বলেন, ‘দুই গোল খেয়ে আমরা খুশি নই। তবে সে (রোনালদো) উপলক্ষ তৈরি করে। শিকাগো বুলসে মাইকেল জর্ডান এমনটা করে থাকে।’

এই গ্রীষ্মে পুনরায় ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন সিআর সেভেন। এরই মধ্যে রেড ডেভিলদের জার্সিতে করে ফেলেছেন ৯ গোল। যার পাঁচটিই করেছেন ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে। সময়ের অন্যতম সেরা এই তারকা দিনকে দিন আরও উন্নতি করছেন বলে মনে করেন নরওয়েয়িয়ান এই কোচ। 

সোলশায়ার বলেন, ‘আমার চোখে ক্রিশ্চিয়ানো উন্নতি করছে। সে আগের চেয়ে ভাল অনুভব করছে। আপনারা জানেন তার প্রাক মৌসুমটা ভালো কাটেনি। তবে এখন সে পরিপূর্ণভাবে মানিয়ে নিয়েছে।’ 

এদিকে দারুণ ভারসাম্যপূর্ণ আক্রমণভাগ ও মাঝমাঠ নিয়েও লিভারপুলের কাছে পাঁচ গোল হজম করায় বেশ সমালোচনা হয়েছিল সোলশায়ারের কোচিং পদ্ধতি নিয়ে। এবার জর্ডান সাঞ্চোকে বেঞ্চে রেখে আবারও পড়লেন সমালোচনার মুখে। এই বিষয়ে তিনি বলেন, ‘যখনই আমি দল নির্বাচন করি তাতে অপরাধ হয়ে যায়। কারণ সবসময়ই কেউ না কেউ বাদ পড়ে।’  

এআইএ