ফ্রান্সে কখন কঠিন সময় কাটিয়েছেন মেসি?

কম তো আর না- ২১ বছর। এতদিনের দীর্ঘ সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। নতুন স্বপ্ন বুনে যোগ দিয়েছেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। কিন্তু কেবল তো আর নতুন ক্লাবই নয়। নতুন একটা দেশ, শহর, আবহাওয়া আরও নানা কিছু।

সমস্যায় পড়া তাই স্বাভাবিকই। লিওনেল মেসিও এর থেকে ব্যতিক্রম নন। পিএসজিতে যোগ দিয়ে প্রথম দেড় মাসই তাকে কাটাতে হয়েছে হোটেলে। মেসি সেটিকেই বলছেন পিএসজিতে তার সবচেয়ে কঠিন সময়। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা বলছেন, বেশি কঠিন ছিল তার বাচ্চাদের জন্য। 

তিনি বলেছেন, ‘শুরুর দিকে খারাপ সময় কেটেছে, যখন সবকিছু হঠাৎ হয়ে গেল। এখানে এসে দেড় মাসের মতো হোটেলে কাটালাম। ছেলেরা স্কুলে যেতে শুরু করেছিল, এটা তাদের জন্য সহজ ছিল না। আমরা একদম মাঝখানে ছিলাম শহরের, ট্রাফিক জ্যাম অসহনীয় হয়ে পড়েছিল। স্কুলে ও অনুশীলনে যেতে আমাদের এক ঘণ্টা লাগতো।’ 

পিএসজিই এবার চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় দাবিদার- অনেকেই মনে করছেন এমন। সময়ের তিন সেরা তারকা কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি ও নেইমার জুনিয়র একসঙ্গে খেলেন ক্লাবটিতে। আছে তারকার ছড়াছড়ি। মেসির নিজেরও লক্ষ্য, ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা।

তিনি বলেছেন, ‘পিএসজিতে যোগ দেওয়ার এটি অন্যতম কারণ। যেটা আমি আমার বিদায়ের সময় বলেছি, আমার ক্যারিয়ারের শেষ মুহূর্ত পর্যন্ত কিছু জেতার জন্য খেলবো। পিএসজির দুর্দান্ত স্কোয়াড ছিল, আমি এটাতে যোগ দিয়ে তাদের অনেক বছর ধরে চেষ্টা করা চ্যাম্পিয়ন্স লিগটা জেতাতে চাইছিলাম। এটা আমারও লক্ষ্য।’

মেসি অবশ্য সতর্ক করেছেন অন্য ক্লাবের ব্যাপারেও, ‘সবাই পিএসজিকে নিয়ে কথা বলছে কারণ তাদের যে ধরনের ফুটবলার আছে। কিন্তু অনেক দলই আছে যারা খুব ভালো, কয়েক বছর ধরে একসঙ্গে কাজ করছে নতুন খেলোয়াড়ও নিয়েছে। যেমন ম্যানচেস্টার ইউনাইটেড, সিটি, বায়ার্ন, লিভারপুল, অ্যাটলেটিকো, চেলসি... অনেক দলেরই চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্ষমতা আছে।’

এমএইচ