একদিন আমরা ঠিকঠাক আরেকদিন ঘৃণিত : রোনালদো
দেয়ালেই যেন পিঠ ঠেকে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। লিভারপুলের বিপক্ষে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছিলেন দলটির ফুটবলাররা। চাকরি নিয়ে সংশয় দেখা দিয়েছিল কোচ ওলে গানার শোলজারের।
তবে রোববার টটেনহ্যামের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর এখন সবাই স্বস্তিতে আছেন কিছুটা হলেও। এই ম্যাচে একটি গোল ও অ্যাসিস্ট করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচশেষে দলটির সবচেয়ে বড় তারকা বলছেন, ১৮ বছর ফুটবল খেলার পর এখন সমালোচনাকে স্বাভাবিকভাবেই দেখেন তিনি।
বিজ্ঞাপন
ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সমালোচনা সবসময়ই থাকবে। এটা আমাকে বিরক্ত করে না কারণ আমি ১৮ বছর ধরে ফুটবল খেলি। তাই জানি একদিন আমরা ঠিকঠাক আরেকদিন ঘৃণিত ব্যক্তি। আমি জানি আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। কিন্তু মানুষ যদি আপনাকে মূল্যায়ন করে ও আপনার প্রতি খুশি থাকে তাহলে ভালো লাগে।’
টটেনহ্যামের বিপক্ষে জয়ের পরও অবশ্য খুব বেশি শান্তিতে থাকার সুযোগ নেই ম্যান ইউর। ইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চেলসির চেয়ে ৮ পয়েন্টে আছে তারা। তবে টটেনহ্যামের বিপক্ষে জয়ে কিছুটা হলেও স্বস্তি মিলছে। দলের পারফরম্যান্সে খুশি রোনালদোও।
তিনি বলেন, ‘মাঝেমধ্যে জীবনটা ওরকম হয়ে যায়। কিছু সময় আমাদের খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আর আমাদের সেটা বদলাতে হয়, যেটা আমরা আজ পেরেছি। দল কিছুটা চাপে ও দুঃখে ছিল। কিন্তু আমরা জানতাম আজকে একটা ভালো জবাব দিতে পারব। আমরা ভালো খেলেছি, শুরুটা ছিল দারুণ।’
দলে নিজের ভূমিকা নিয়ে পর্তুগিজ তারকা বলেন, ‘অবশ্যই আমার কাজ হচ্ছে অভিজ্ঞতা, গোল ও অ্যাসিস্ট দিয়ে দলকে সাহায্য করা। আর আজ সেটা করতে পেরেছি। এটার জন্য খুব ভালো লাগছে। কিন্তু দলের দিক থেকে, আমার মতে এটা ছিল অবিশ্বাস্য পারফরম্যান্স।’
এমএইচ