মেসিই জিততে চলেছেন ব্যালন ডি’অর, নতুন খবর ফাঁস!
ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ব্যালন ডি’অর তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। কে জিতবেন এবারের ব্যালন ডি’অর? এ নিয়ে চলছে আলোচনার ঝড়। নিত্যনতুন খবরও ফাঁস হচ্ছে বেশ। এবার জানা গেছে, আসছে ব্যালন ডি’অর জিততে চলেছেন লিওনেল মেসি।
দুইদিন আগে আরও এক ফাঁস হওয়া খবরে অবশ্য জানা গিয়েছিল তার উল্টোটাই। শোনা যাচ্ছিল, মেসি নন, এবারের বিশ্বসেরা ফুটবলারের খেতাবটা জিতবেন রবার্ট লেভান্ডভস্কি।
বিজ্ঞাপন
তবে এবার তার ঠিক ১৮০ ডিগ্রি উল্টো খবরই ফাঁস হলো। বৃহস্পতিবার এক ছবি ছড়িয়ে পড়ল ইউরোপীয় সংবাদ মাধ্যমে, যেখানে ছিল একটা মোবাইলে তোলা ছবি, আর প্রিন্ট করা ডক্যুমেন্ট। সে নথিতে লেখা ব্যালন ডি’অর বিজয়ীর নাম লেখা। একটা তালিকা দেখা যাচ্ছে সেখানে, যার শীর্ষে আছে মেসির নাম।
আরও পড়ুন: মেসির বিরুদ্ধে বিরাট এক অভিযোগ এনেছেন পিএসজির ডিরেক্টর
সেই তালিকার দুইয়ে আছেন রবার্ট লেভান্ডভস্কি, যিনি মেসির কাছে হেরেছেন ১৪ ভোটের ব্যবধানে। রিয়াল মাদ্রিদ তারকা কারিম বেনজেমা আছেন তালিকার তিনে। শীর্ষ পাঁচের অন্য সব তারকারা হলেন, জর্জিনিও আর ক্রিশ্চিয়ানো রোনালদো।
২০১৯ সালে সবশেষ ব্যালন ডি’অর বিজয়ীও ছিলেন মেসিই। চলতি বছরও পুরষ্কারটি পাওয়ার দৌড়ে এগিয়েই আছেন তিনি। কোপা আমেরিকায় দলকে শিরোপা জেতাতে রেখেছিলেন বড় ভূমিকা। সে টুর্নামেন্টের গোল্ডেন বুট তো বটেই, সেরা খেলোয়াড়ের খেতাবটাও জিতেছেন তিনিই।
আরও পড়ুন: মেসিকে তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন পিএসজি কোচ
তবে লেভান্ডভস্কিও কম জান না, বায়ার্ন মিউনিখ তারকা আছেন আগুনে ফর্মেই। সে কারণেই এবার পুরষ্কারটি জেতার দৌড়ে এগিয়ে আছেন তিনি। গেল বছর করোনা মহামারির কারণে পুরষ্কারটি দেওয়া হয়নি, ঘোষণা হয়েছিল ব্যালন ডি’অর ড্রিম টিম এর। এক বছর বিরতির পর এবার আবারও ঘোষণা হবে বর্ষসেরা খেলোয়াড়ের তালিকা। আগামী ২৯ নভেম্বর থিয়েতার দ্য শলোতে এক মনোজ্ঞ অনুষ্ঠানে পুরস্কারটি ঘোষণা করা হবে।
এনইউ