ম্যাচের আধঘণ্টা না যেতেই ম্যানচেস্টার ইউনাইটেডের জালে দুই গোল দিয়ে দিয়েছিল আতালান্তা। এরপর একের পর এক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি ম্যান ইউ। পরে মার্কোস রাশফোর্ড ও হ্যারি ম্যাগুয়ের ও ৮১ মিনিটে এসে জয়সূচক গোলটি করে দলকে উচ্ছ্বাসে ভাসান এর আগে কয়েকটি সুযোগ মিস করা রোনালদো। তাতে আতালান্তার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যান ইউ।

ম্যাচের শুরুটা এমনিতে দারুণ করেছিল আতালান্তা। ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় তারা। জাপাকস্তার গোলমুখে বাড়ানো বল  টোকায় জালে পাঠান পাসালিচ। এরপর রোনালদোসহ বেশ কয়েকটি ভালো আক্রমণ করে ম্যান ইউর ফুটবলাররা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। 

উল্টো ম্যাচের ৩০ মিনিটে ওল্ড ট্রাফোর্ডকে নিস্তব্ধ করে দেন দেমিরেল। কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে হেডে বল জালে পাঠান তুরস্কের এই ডিফেন্ডার। বিরতির আগে রাশফোর্ড ও ফ্রেড সুযোগ কাজে লাগাতে না পারায় দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় রোনালদোদের।

অবশেষে ৫৩ মিনিটে এসে গোলের দেখা পায় ম্যান ইউ। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো থ্রু বল কোনাকুনি শটে জালে পাঠান রাশফোর্ড। গোল দেওয়ার পরও চাপ অব্যাহত রাখে ইউনাইটেড। জর্ডান সাঞ্চোর বাড়ানো বল এডিনসন কাভানির মাথা ছুঁইয়ে আসে ম্যাগুইয়ারের পায়ে। তিনি গোল করে ম্যান ইউকে সমতায় ফেরান।

৮১তম মিনিটে গোল পান রোনালদো। পুরো ম্যাচে বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তবে লুক শর বাড়ানো বল হেডে জালে জড়াতে এবার আর ভুল করেননি তিনি। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচে গোল করলেন রোনালদো।

এই গ্রুপের আরেক ম্যাচে ইয়াং বয়েজের মাঠে ৪-১ গোলে জিতেছে ভিয়ারিয়াল। তাদের সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালিয়ান ক্লাব আতালান্তা। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ পয়েন্ট নিয়ে সবার শেষে ইয়াং বয়েজ।

এমএইচ