লিওনেল মেসির পৃথিবীজুড়ে ভক্তের অভাব নেই। সব বয়সের, সব রকমের পেশার মানুষ তার ফুটবল পায়ের জাদুতে মুগ্ধ হয়ে থাকেন। ব্যতিক্রম নন পোপ ফ্রান্সিসও। তার ফুটবল ভক্তির কথা সবারই জানা। 

আর্জেন্টাইন তারকারও গুণমুগ্ধ ভক্ত তিনি। এবার ফ্রান্স প্রধানমন্ত্রীর কাছ থেকে মেসির জার্সি উপহার পেলেন পোপ ফ্রান্সিস। মেসি এখন খেলেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে। চলতি মৌসুমেই বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে ক্লাবটিতে যোগ দেন তিনি।  

গতকাল (সোমবার) ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী জিন কাস্তেক্স পিএসজির জার্সি নিয়ে পোপের হাতে তুলে দেন। লিওনেল মেসির স্বাক্ষর ছিল তাতে। জাতিগতভাবে আর্জেন্টাইন ফ্রান্সিস যে মেসির ভক্ত তা আগেও অনেকবার বলেছেন তিনি।

৮৪ বছর বয়সী পোপ অবশ্য আগেও দেখা করেছেন মেসির সঙ্গে। এছাড়াও একবার মেসিকে সর্বকালের সেরা বলেও আখ্যা দিয়েছিলেন তিনি। বুয়েন্স আয়ার্সের সান লরেঞ্জো ফুটবল টিমের বিশাল ভক্ত ফ্রান্সিস।

এআইএ/এমএইচ