এখনও পারিশ্রমিক পাননি জামাল ভূঁইয়া
দিল্লির সুদেভা এফসিকে হারিয়ে আই লিগের যাত্রা শুরু করেছিল জামাল ভূঁইয়ার কলকাতা মোহামেডান। পরের দুই ম্যাচে ড্র করে ছন্দ হারিয়েছে কলকাতার ঐতিহ্যবাহী দলটি। চতুর্থ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মোহামেডানের কোচ হোসে জেভিয়া জয়ের ধারায় ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে ক্লাব কর্তারা আশ্বাস দিলেও এখনো পারিশ্রমিক পাননি জামাল ভূঁইয়া।
হোসে জেভিয়া বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। পরে জয়ের অভ্যাসটা বজায় রাখতে পারিনি। আশা করি সামনের ম্যাচে আবার জয়ের ধারায় ফিরব।’
বিজ্ঞাপন
কল্যাণী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় পাঞ্জাব এফসি’র মুখোমুখি হবে কলকাতা মোহামেডান। চতুর্থ ম্যাচের আগে অবশ্য কলকাতা মোহামেডানের উপর অনেকটা ঝড় বয়ে গেছে। মাঝে অনুশীলন বয়কট হয়েছে। ক্লাব কর্তারা জরুরি বৈঠকে বসেছিলেন। কর্তাদের আশ্বাসে আবার অনুশীলনে ফিরেছেন ফুটবলাররা।
আশ্বাস দিলেও এখনো পারিশ্রমিক পাননি বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁঁইয়া। ঢাকা পোস্টকে শনিবার সন্ধ্যায় তিনি জানিয়েছেন, ‘এখনো অর্থ পাইনি আমি। সোমবার সকালে পাওয়ার কথা রয়েছে।’
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া তিন ম্যাচেই একাদশেই ছিলেন। আগামীকালও (রোববার) একাদশে থাকবেন বলে জানা গেছে। সর্বশেষ ম্যাচে জামাল ভূঁইয়া তার দলের দ্বিতীয় গোলের কো-এসিস্ট করেছিলেন।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্র’য়ে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চার্চিল ব্রাদার্স। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে রিয়াল কাশ্মিরের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে কলকাতা মোহামেডান। গোল ব্যবধানে কাশ্মির টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে।
উল্লেখ্য, মোহামেডান প্রথম ম্যাচে দিল্লির সুদেভাকে হারিয়ে ১-০ গোলে জেতে। দ্বিতীয় ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গোলশূন্য ড্র এবং শেষ ম্যাচে তিদিম রোড অ্যাথলেটিক ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র হয়।
এজেড/টিআইএস