বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন সাফে বাংলাদেশের তিন ম্যাচ দেখে দেশে ফিরেছেন। বাফুফে ভবনে আজ (সোমবার) সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সাফ ও বাংলাদেশ দল নিয়ে। 

সাফে কোন দুই দল ফাইনাল খেলবে এখনো ঠিক হয়নি। শ্রীলঙ্কা বাদে বাকি চারদলেরই সম্ভাবনা আছে। সাফের এই অবস্থাকে সালাউদ্দিন সেমিফাইনাল হিসেবে দেখছেন, ‘টুর্নামেন্ট এখন যে অবস্থায় সেটি এখন সেমিফাইনালের মতো। যারা জিতবে তারা ফাইনাল খেলবে, হারলে বিদায়। যেন নকআউট পর্ব।’ সাফের মান বাড়ছে বলে মনে করেন বাফুফে ও সাফের সভাপতি সালাউদ্দিন, ‘আমার ভাইয়ের সাথে আজ কথা হলো। সে সাফের খেলা দেখেছে। তার পর্যবেক্ষণ বাংলাদেশের খেলা উন্নতি হয়েছে। সাফের অন্য দেশের খেলাও উন্নতি হয়েছে।’ 

সাফে বাংলাদেশ গ্রুপ পর্ব পার হতে পারে না ২০০৯ সাল থেকে। এবার লিগ পর্বের খেলা হওয়ায় ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ফাইনাল খেললে অথবা চ্যাম্পিয়ন হলে কেমন পুরস্কার থাকতে পারে এই প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘কিছু দিন আগেও বলেছি, যতবার পুরস্কার ঘোষণা করেছি, দিতে পারিনি। এবার ওরা ভালো করুক অনেক কিছু দেব যা ওরা কল্পনাও করেনি।’

সাফে বাংলাদেশের তিন ম্যাচ সম্পর্কে সালাউদ্দিনের মূল্যায়ন, ‘প্রথম ম্যাচ ঠিক আছে। দ্বিতীয় ম্যাচে আমরা দশ জন নিয়ে খেললেও ম্যাচটি জেতার মতো ছিল। তৃতীয় ম্যাচটি খেলোয়াড়েরা ক্লান্ত ছিল। এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচ ছিল আর মালদ্বীপ পাঁচদিন পর খেলেছে।’

বাংলাদেশি অনেক সমর্থক মালদ্বীপের ম্যাচে টিকেট নিয়েও প্রবেশ করতে পারেনি। এই প্রসঙ্গে সালাউদ্দিন বললেন, ‘বাংলাদেশি হিসেবে আমার কাছে বিষয়টি খুব খারাপ লেগেছে কিন্তু মালদ্বীপ যেটা করেছে সেটা আন্তর্জাতিক নিয়মে থেকে। তারা আড়াইশ টিকেট দিয়েছে। দুতাবাসের রাষ্ট্রদূত তাদের ক্রীড়া মন্ত্রীকে বলেছে আমি ও সাধারণ সম্পাদক ফেডারেশনের সাধারণ সম্পাদক সভাপতিকে বলেছি এতে আরো কিছু বাড়তি টিকেট এসেছিল।’

এজেড/এটি