আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানে এমনিতেই এক বাড়তি রোমাঞ্চ। এর মধ্যে দুই দলের সর্বশেষ লড়াই উত্তেজনা ছড়িয়েছিল আরও বেশি। আর্জেন্টিনার চার ফুটবলারের কোয়ারেন্টাইন নিয়ে জটিলতায় বন্ধ হয়ে যায় ম্যাচ। সেই খেলা আর মাঠে গড়ায়নি। 

এখনো পর্যন্ত ম্যাচটি নিয়ে কোনো সমাধানও পাওয়া যায়নি ফিফার কাছ থেকে। তবে বিষয়টির দ্রুত সমাধান চান আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি বলেছেন, ‘যত দ্রুত সম্ভব আমি ব্রাজিল ম্যাচের একটা সমাধান চাই। কারণ আমরা তাদের বিপক্ষে খেলবো আগামী মাসে। এই জিনিসটাতে আমরা ভুক্তভোগী।’

আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচের একাদশ নিয়ে স্ক্যালোনি বলেছেন, ‘যেই খেলুক না কেন। আমরা শান্ত আছি কারণ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। আগামীকাল দেখা যাবে কারা কারা একাদশে থাকছে।’

তিনি আরও বলেন, ‘ঐতিহাসিকভাবে উরুগুয়ে আর্জেন্টিনার জন্য কঠিন প্রতিপক্ষ। তারাও ঐতিহাসিক দল আর তারা বিশ্বকাপ বাছাইয়ে যেভাবে খেলেছে সেটার প্রতি আমার সম্মান আছে। আমার সেখানে বন্ধু আছে, আমি জানি তারা কীভাবে ফুটবলটাকে বুঝে। এই জায়গাটায় আমরা প্রায় কাছাকাছি। তারা বিশ্বের অন্যতম সেরা জাতীয় দল।’

ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলা নিয়ে স্ক্যালোনি বলেন, ‘প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি অনেক কঠিন ছিল। ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে খেলা যতটা কঠিন, ততটা। আমি নিশ্চিত যদি কোনো ইউরোপিয়ান দল খেলে, সেটা তাদের জন্য খারাপ হবে। কিন্তু ওই অঞ্চলের সঙ্গে খেলাটা দারুণ হবে। দুর্ভাগ্যজনকভাবে, সেটা এখনো সম্ভব হয়নি।’

এমএইচ