জেতার পরও অস্কারের পাশে মালদ্বীপ কোচ
অন্য রাতের চেয়ে গতকাল মালের রাত ছিল কিছুটা ভিন্ন। বাংলাদেশকে হারিয়ে মালের রাস্তায় উৎসব করেছে তারা। দেশের জাতীয় দিবসের দিন এমন বিজয়ের উপলক্ষ্য এনে দিতে পেরে খুশি কোচ ও খেলোয়াড়রাও।
ম্যাচের পর কোচ সুজেন আলী মালদ্বীপের নাগরিকদের উদ্দেশ্যে এই জয় উৎসর্গ করেছেন, ‘এই জয় মালদ্বীপের সবার জন্য। আজ জাতীয় দিবস উপলক্ষ্যে আমাদের এই জয় মালদ্বীপের সবার খুশির উপলক্ষ্য।’
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মালদ্বীপের কোচ ও অধিনায়ক বাংলাদেশ দলের চেয়ে কোচ অস্কার ব্রুজনকে বেশি ভয় পাওয়ার কথা বলেছিলেন। মাঠের লড়াইয়ে অবশ্য সেই ভয়ের ছাপ ছিল না। সুজেন তার সাবেক সতীর্থকে হারিয়ে বলেন, ‘এই ম্যাচে বাংলাদেশের দুই জন নিয়মিত খেলোয়াড় ছিল না। নিয়মিত একাদশের দুই খেলোয়াড় ছাড়া খেলা যে কোনো কোচের জন্যই কঠিন। নিঃসন্দেহে সে অনেক ভালো কোচ। খেলোয়াড় পরিবর্তন হওয়ায় তাকে সমস্যায় ফেলেছিল।’
বিজ্ঞাপন
মাঠে পরিকল্পনা, কৌশলে অস্কারকে পরাজিত করলেও সুজেন আনুুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যথেষ্ট সম্মানই দেখিয়েছেন। উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ কার্ডের জন্য মালদ্বীপ ম্যাচ খেলতে পারেননি।
বাংলাদেশের বিপক্ষে জয়টি অনেক গুরুত্বপূর্ণ ছিল মালদ্বীপের জন্য। ম্যাচ শেষে কোচ সেই ব্যাখ্যাটি দিয়েছেন, ‘অনেক দল দুইটি, তিন ম্যাচ করে খেলেছে। আমরা মাত্র এক ম্যাচ খেলেছিলাম, সেটাও হার। এই ম্যাচে না জেতায় এখন আমরা ফাইনালের দিকে মনোযোগ দিচ্ছি।’
এজেড/এমএইচ