আগের ম্যাচে খেলোয়াড়, এখন দর্শক
মালে স্টেডিয়ামে পোস্টের পেছনেই অস্থায়ী প্রেসবক্স। বাংলাদেশি, নেপালি, শ্রীলঙ্কান এবং স্থানীয় সাংবাদিকরা সবাই যারা যার ডেডলাইনের সঙ্গে যুদ্ধ করছেন। এমন সময় বাংলাদেশি সাংবাদিকদের চোখ গেল প্রেসবক্সের পাশেই অরক্ষিত কয়েকটি চেয়ারে। সেখানে দেখা গেল দুই ফুটবলার রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষকে।
দুই জনই কার্ডজনিত সমস্যায় এই ম্যাচের বাইরে। তারা এই ম্যাচে একেবারে দলের বাইরে থাকায় ড্রেসিংরুমেও থাকতে পারবেন না। হোটেলে বসে থাকার চেয়ে স্টেডিয়ামে এসে গ্যালারীতে দলকে উজ্জ্বীবিত করছেন দু’জন। ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপের সময় গলা ফাটাচ্ছিলেন দুই জনই।
বিজ্ঞাপন
বিশ্বনাথ মজা করে বলছিলেন, ‘ভাই আমরা গোল দিলে কিন্তু এই গ্যালারীতেও দৌড় দেব।’
বিশ্বনাথ আগের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছেন। রাকিব হোসেন দুই ম্যাচে একটি করে হলুদ কার্ড। তাদের দুই জনের জায়গায় আজ খেলছেন রহমত মিয়া ও সোহেল রানা।
এজেড/এমএইচ