মেসি, নেইমার, ও এমবাপে/ফাইল ছবি

লিওনেল আন্দ্রেস মেসি ও নেইমার জুনিয়র বিশ্বের সামনে নিজেদেরকে তারকা হিসেবে প্রমাণ করেছেন অনেক আগেই। এদিকে মেসি-রোনালদো পরবর্তী যুগের সেরাদের একজন মনে করা হয় এমবাপেকে। তবে ব্যক্তিগত অর্জনের খাতাটা ক্রমাগত সমৃদ্ধ করে চললেও পিএসজি আক্রমণভাগের দুই সঙ্গীর পর্যায়ে যেতে পাড়ি দিতে হবে আরো অনেক পথ।

তবে যত যাই হোক, আক্রমণভাগের সাফল্যের জন্য যে সঠিক সময়ে সঠিক প্রতিপক্ষকে বল পাস দেয়া জরুরি সেটা ভাল করেই জানা আছে এই উঠতি তারকার। আর তিনি নিজেও যে এই মন্ত্রে বিশ্বাসী। তার প্রমাণ পাওয়া গেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মেসির প্রথম গোলেই। আন্দার হেরেরার বাড়ানো বল পেয়ে দ্রুতগতিতে প্রতিপক্ষ বিপদসীমায় ঢুকে পড়েন মেসি। সিটি ডিফেন্ডাররা ঘিরে ধরায় এমবাপেকে পাস দেন মেসি। গোল করার মত জায়গায় বল পেয়েও আবার মেসিকেই ফিরিয়ে দেন বল। তারই ফলাফল মেসির প্রথম গোল।

সম্প্রতি নেইমারের তাকে পাস না দেয়া নিয়ে ক্ষোভ প্রকাশকালে ক্যামেরায় ধরা পড়ার পর থেকেই আলোচনায় এমবাপে। এবার রীতিমত বোমাই ফাটালেন তিনি। আরএমসি স্পোর্টসকে এই ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘যখন আপনি এমন সেরাদের সাথে খেলবেন, কেকটা তখন আপনাকে ভাগাভাগি করেই খেতে হবে। আপনি বলতে পারবেন না যে একজনকে পাস দিবেন, আরেকজনকে দিবেন না। আপনাকে বুদ্ধিমান হতে হবে। আমাদের তিনজনের একমাত্র লক্ষ্য পিএসজিকে জেতানো।’

নেইমারের উপর তার ক্ষোভের বিষয়ে জানতে চাওয়া হলে অবশ্য নিজের আবেগকে সামলে রাখলেন ২২ বছর বয়সী এই সুপারস্টার। তিনি বলেন, ‘মাঝেমধ্যে এটা হয়। আমার আরেকটু চিন্তা করা উচিৎ ছিল, তবে আমি আফসোস করি না। বাইরে থেকে অনেক কিছুই মনে হতে পারে তবে ভেতরের খবর শুধু আমরাই জানি। একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে আমি নেইমারকে অনেক সম্মান করি। এখন অনেক ক্যামেরা রয়েছে, এখানে অনেক কিছু ধরা পড়ে। তবে এটা ফুটবল আর আমাদের কোন ঝামেলা নেই।’ 

লিওনেল মেসির আগমনে নাকি মন খারাপ হয়েছে এই ক্ষুদে তারকার এমন সংবাদ প্রচার করে বেশ কিছু সংবাদমাধ্যম। কিন্তু সেসব উড়িয়ে দিলেন এমবাপে। উল্টো মেসির প্রশংসায় মাতেন তিনি। তিনি বলেন, ‘তার সাথে খেলা খুবই সহজ। সে খুব ভাল করেই জানে কখন কি করতে হয়। যদি তার অনেকজনকে কাটিয়ে গোল করতে হয় সে সেটাই করবে। সে যদি সবার সেরা নাও হয় সে সেরাদের একজন।’

এআইএ/এটি