গেল আগস্টে লিওনেল মেসির দলবদলে একবার তোলপাড় হয়েছিল ফুটবল বিশ্ব। এর কিছু পরেই আবার কিলিয়ান এমবাপের দলবদলের গুঞ্জনে আবারও সরগরম হয়ে ওঠে ইউরোপীয় সংবাদ মাধ্যম। কিন্তু শেষমেশ সে দলবদল আর বাস্তবে রূপ নেয়নি। তবে তিনি জানালেন, পিএসজি ছাড়লে রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোথাও গন্তব্য ছিল না তার।

সম্প্রতি লেকিপেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যদি গেল গ্রীষ্মেই দল ছেড়ে যেতাম, তাহলে কেবল রিয়াল মাদ্রিদেই যেতাম।’ কেন পিএসজি ছাড়তে চাইছিলেন, এ প্রশ্নের জবাবে বললেন, ‘আমি মনে করেছিলাম, পিএসজিতে আমার যাত্রা এখানেই শেষ। আমি অন্য কিছু চাইছিলাম। লিগ ওয়ানে আমি ছয়-সাত বছর ধরেই আছি। এখানে আমি নিজের সবকিছুই দিয়েছি, আর ভালোও করেছি। আর তাই আমার মনে হয়েছিল, ছেড়ে যাওয়াটাই হবে যৌক্তিক সিদ্ধান্ত।’ 

তবে এমবাপের পথ আগলে দাঁড়িয়েছিল পিএসজি। ফরাসি তারকাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, ফ্রি এজেন্ট হওয়া ছাড়া তাকে দল ছাড়তে দেবে না দলটি। এ কারণে কিছুটা দুশ্চিন্তাতেও পড়ে গিয়েছিলেন তিনি। বললেন, ‘যখন আপনার ক্লাবের সভাপতি সবাইকে বলে বেড়াবেন যে আপনি ক্লাব ছাড়ছেন না, যদি না আপনি ফ্রি এজেন্ট হয়ে থাকতেন, আপনি একটু দুশ্চিন্তায় পড়ে যেতে বাধ্য। মিথ্যে বলবো না, আমিও একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম।’

‘আমি নিজেকে জিজ্ঞেস করছিলাম, যদি ফ্রি এজেন্ট হিসেবে আমি ক্লাব না ছাড়ি তাহলে কী হবে? তবে এটা আমার প্রতি তাদের নিবেদনও প্রকাশ করে। এর মানে হচ্ছে, ক্লাব প্রাণপণে আমাকে চায়, আমাকে ক্লাব ছেড়ে যেতে দিতে চায় না।’

রিয়ালে যেতে না পেরে হতাশাও আঁকড়ে ধরেছিল এমবাপেকে, জানালেন পিএসজি তারকা। বললেন, ‘আমি একটু হতাশ ছিলাম। যখন আপনি দল ছাড়তে চাইবেন, তারপর থেকে গেলে আপনি খুশি হবেন না, সেটা স্বাভাবিক।’ 

তবে সেসব দ্রুতই ভুলে গেছেন ফরাসি এই ফরোয়ার্ড। বললেন, ‘আমি খুব তাড়াতাড়িই সেসব ভুলে গিয়েছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে আমি জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলাম, শিগগিরই ফিরে আসতে হয়েছিল। খেলা ছিল না বলে কেঁদেছিলাম। তবে ফিরে এসে গোল করার পর সব ভুলে গিয়েছিলাম।’

এনইউ/এটি