সিনেমাপাড়া মাতিয়ে এবার ফুটবল মাঠে দেব
টালিগঞ্জ সিনেমাপাড়া মাতিয়েছেন, মাতিয়ে চলেছেন এখনো। এবার টালিউড তারকা দেবের পা পড়তে যাচ্ছে ফুটবল মাঠেও। তাও আবার খেলতে হবে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) নির্বাচিত একাদশের বিপক্ষে। ম্যাচটি হবে আগামীকাল বুধবার।
‘গোলন্দাজ’ নামে তার একটা সিনেমা ইতোমধ্যেই আছে মুক্তির অপেক্ষায়। আগামী ১০ অক্টোবর মুক্তি পাবে এই সিনেমাটি, যার বিষয়বস্তু হচ্ছে ফুটবল। সেই সিনেমায় যেই দল নিয়ে মাঠে খেলতে দেখা গেছে তাকে, আগামীকাল কলকাতার দেশপ্রিয় পার্কে সেই দল নিয়েই মাঠে নামবেন তিনি।
বিজ্ঞাপন
মূলত দুর্গাপূজা উপলক্ষ্যেই এই অভিনব ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে আইএফএ। সে টুর্নামেন্টে কলকাতার পূজা কমিটিরা ফুটবল-যুদ্ধে নামবে। চারশ’ কমিটির মধ্য থেকে লটারির মাধ্যমে ৩২টি দলকে বেছে নিয়েছে আইএফএ। এই অভিনব ফুটবল টুর্নামেন্ট অবশ্য শুরু হয়ে গেছে গতকালই। চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
তবে টুর্নামেন্টটা সাধারণ ফুটবল টুর্নামেন্টের মতো নয় আদৌ। সাধারণত দেখা যায়, মাঠে ৯০ মিনিট খেলায় নির্ধারিত হয় ফলাফল, সেখানে না হলে আরও ৩০ মিনিটের অতিরিক্ত সময়। সেখানেও ফল না মিললে খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু আইএফএ আয়োজিত এই টুর্নামেন্টে থাকবে শুধু টাইব্রেকার। মূল সময়ের খেলা গড়াবেই না। প্রত্যেক দলে অন্তত একজন নারী ফুটবলারের উপস্থিতি থাকতে হবে। দল হবে দশজনের। ছয় জন নিতে পারবেন শট। এমন সব চমক নিয়ে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট।
তবে সবচেয়ে বড় চমক হচ্ছে দেবের মাঠে নেমে পড়া। গোলন্দাজ সিনেমার দলকে নিয়ে একটা প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবেন আইএফএ একাদশের বিরুদ্ধে।
এই ম্যাচের আগে আইএফএ একাদশের দলের কোচের দায়িত্ব পেয়েছেন সাবেল ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। দলে থাকার কথা মানস ভট্টাচার্য, তনুময় বসু, অলোক মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, রহিম নবিদের মতো সাবেক ভারতীয় ফুটবলারদের।
এনইউ