পর্তুগালের কাছে হেরে টানা দুই বিশ্বকাপ জেতা হলো না আর্জেন্টিনার
প্যানির ভয় ছিল আগে থেকেই। প্রতিপক্ষ রক্ষণে তিনি ভীতি ছড়িয়েছেন পুরো টুর্নামেন্টজুড়েই। তার কাছেই যেন হেরে গেল আর্জেন্টিনা। জোড়া গোল করলেন প্যানি। পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে টানা দ্বিতীয় ফুটসল বিশ্বকাপ জেতা হলো না আলবিসেলেস্তেদেরও।
রোববার রাতে লিথুনিয়ায় ফুটবলেরই আরেক সংস্করণ ফুটসলের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় দুই দল। টুর্নামেন্টটির গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পর্তুগালও জিতে এসেছে ইউরো। তবে এটিই তাদের প্রথম বিশ্বকাপ ফাইনাল।
বিজ্ঞাপন
জমজমাট লড়াইয়ের আভাস মিলছিল আগে থেকেই। ৪০ মিনিটের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পর্তুগাল। এর ফলও পেয়ে যায় তারা। ১৫তম মিনিটে গোল করে তাদের এগিয়ে দেন প্যানি। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর বার্তা দেয় আর্জেন্টিনা। কিন্তু টানা তিন গোলের প্রচেষ্টার পর ব্যবধান দ্বিগুণ করে ফেলেন প্যানি। অবশ্য ওই একই মিনিটে আবার ব্যবধানও কমায় আর্জেন্টিনা। দলটির পক্ষে গোল করেন ক্লাউদিনহো।
কিন্তু ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি দুই দল। হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। অন্যদিকে নিজেদের ইতিহাসে প্রথম ফুটসল বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে পর্তুগাল।
এমএইচ/ওএফ