শেষ মুহূর্তে এসে নির্বাচন না করার সিদ্ধান্ত খালিদের
সকল আনুষ্ঠানিকতা শেষ। আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল কাঙ্ক্ষিত পরিচালনা পর্ষদের নির্বাচন। এবার কোন প্যানেল না থাকায় বেশ কয়েকজন নতুন প্রার্থী নির্বাচনে লড়াইয়ে নেমেছেন। প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ কয়েকটি ক্যাটাগরিতে। ঢাকা বিভাগে দুই পরিচালক পদের বিপরীতে প্রার্থী ৪ জন। তবে নির্বাচনের ঠিক আগে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন এই বিভাগের প্রতিদ্বন্দ্বী খালিদ হোসেন।
বিসিবির নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন খালিদ। রোববার পাঠানো সে চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি আসন্ন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
বিজ্ঞাপন
তার এই প্রত্যাহারপত্র আমলে নেয়নি নির্বাচন কমিশন। কারণ নিয়ম অনুযায়ী গত ৩০ সেপ্টেম্বর ছিল প্রার্থীতা প্রত্যাহারে শেষ দিন।
নির্বাচন কমিশনার ইকরামুল হক বললেন, ‘নিয়মানুসারে কোনো প্রার্থী নিজের নাম প্রত্যাহার করতে পারতো ৩০ সেপ্টেম্বর, সেদিনই শেষ তারিখ ছিল। এখন উনি আসলে আনুষ্ঠানিকভাবে কার কাছে প্রত্যাহার করবে? তবে যেহেতু প্রত্যাহার করাটা উনার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেহেতু উনি করতেই পারেন। কিন্তু নির্বাচনের সব আয়োজন সম্পন্ন, সবকিছু যথারীতিই চলবে, উনি নিজেকে সরিয়ে নিলে সেটা উনার নিজস্ব ব্যাপার।’
সঙ্গে যোগ করেন ইকরামুল, ‘আজ আমাদের নির্বাচন কমিশনের একটা সভা আছে, আমি সেখানেই যাচ্ছি এখন। ওখানে আসলে বাদ বাকি আলোচনাটা হবে।’
খালিদ আহমেদ ঢাকা বিভাগ থেকে মনোনয়নপত্র ক্রয় করেন। যেখানে ক্যাটাগরি-১ থেকে তানভীর আহমেদ টিটু, নাঈমুর রহমান দুর্জয়, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সঙ্গে ভোট যুদ্ধে নেমেছেন তিনি।
টিআইএস/এটি/এনইউ