আর্জেন্টিনাকে হারাতে জীবন দিয়ে দেবেন তিনি
পর্তুগাল এবারই প্রথম উঠেছে বিশ্বকাপ ফাইনালে। অন্যদিকে প্রতিপক্ষ আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। অবশ্য ফুটসলের বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগিজরাই। দুই দলের জন্য লড়াইটা হবে তাই তীব্র। তবে এর মধ্যেই শক্ত প্রতিদ্বন্দ্বীতার আভাস দিয়ে রেখেছেন পর্তুগালের খেলোয়াড় জুয়াও মাতোস।
ফুটসাল ফাইনালের কয়েক ঘণ্টা আগে ফিফা ডট কমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানেই তুলে এনেছেন নিজেদের এই সাফল্যের পেছনের রহস্য। বলেছেন, বিশ্বকাপের ফাইনাল জিততে দরকার হলে নিজেদের জীবন দিয়ে দেবেন তারা।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘এটা খেলা, ফাইনাল। আমি ইতোমধ্যেই দেখেছি খেলাগুলোতে অনেক কিছু ঘটেছে। আমরা আমাদের কোচ ও তার ট্যাকটিকসের ওপর পুরো ভরসা রাখছি। দলের প্রতি বিশ্বাস আছে। একটা আলাদা সুযোগ পেয়েছি। কিন্তু আমি আপনাকে বলতে পারি- আর্জেন্টিনাকে অসাধারণ কিছু করতে হবে কারণ পর্তুগালকে চ্যাম্পিয়ন করতে আমরা জীবন দিয়ে দিতে পারি।’
তবে প্রতিপক্ষ আর্জেন্টিনাকে ঠিকই সমীহ করেছেন মাতোস, ‘তারা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই দিক থেকে তারা ভিন্ন লেভেলে বিশ্বের যেকোনো দলের মধ্যে। আমার এই ব্যাপারে একদমই কোনো সন্দেহ নেই। আর্জেন্টিনাকে হারানো অনেক কঠিন হবে। তাদের খারাপ খেলতে খুব কমই দেখা যায়। এই কারণে গেল কয়েক বছরে তারা এত সাফল্য পেয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।’
নিজেদের সম্পর্কে তিনি বলেন, ‘আমরা অনেক অনেক পরিশ্রম করেছি ফাইনালে আসতে। খেলোয়াড়রা তো করেছেই, কোচিং স্টাফরাও। আমাদের এই কাজটার সবচেয়ে বড় ফল ইউরো জেতা, এখন আমরা বিশ্বকাপ ফাইনালেও। যেটা আগের থেকেও বড় স্ট্যান্ডার্ডের। আপনি দেখেন খেলাগুলো কত ভারসাম্যপূর্ণ।’
এমএইচ/এটি