গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০১৬ সালে কলম্বিয়ায় উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। প্রতিপক্ষ পর্তুগালের অবশ্য এটিই প্রথম বিশ্বকাপ ফাইনাল। ফুটসল বিশ্বকাপের ফাইনালে আজ (রোববার) রাতে মুখোমুখি হবে এই দুই দল। একই দিন কাজাখাস্তানের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে ব্রাজিল। 

বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় পর্তুগালের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তাদের জন্য কাজটা যে একদম সহজ হবে না, তা জানা কথাই। ইউরোপিয়ান ফুটসাল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। গেল বিশ্বকাপে তারা থেমেছিল চতুর্থ স্থানে থেকে। 

আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের ডিফেন্স। পুরো টুর্নামেন্টে তারা মাত্র ছয় গোল হজম করেছে। সেমিফাইনালে হারিয়ে এসেছে ফুটসালের সবচেয়ে সফল দল ব্রাজিলকে। গোলরক্ষক নিকো সারামান্তোকে ফাঁকি দেওয়াও সহজ হবে না। গত আসরের গোল্ডেন গ্লাভসজয়ী এবারও আছেন একই পুরস্কার জয়ের দৌড়ে।

তবে আলবিসেলেস্তেদের জন্য বড় বাধা হতে পারেন পতুর্গালের পানি। একমাত্র ফুটবলার হিসেবে প্রথম ছয় ম্যাচের পাঁচটিতে গোল করেছেন তিনি। সেমিফাইনালে গোল পেয়েছেন কাজাখাস্তানের বিপক্ষেও। আর্জেন্টিনা অবশ্য এই টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ দল। তাদের দলের ফুটবলারদের গড় বয়স ৩২ বছর। 

এমএইচ