তিন ঘণ্টা খেললেও বার্সেলোনা গোল করতে পারতো না
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। হার, ড্র এসবেই এখন বেশি অভ্যস্ত তারা। অ্যাটলেটিকো শক্তি প্রতিদ্বন্দ্বী জানা ছিল আগেই। কিন্তু তাদের বিপক্ষে বল দখলের লড়াইয়ে ঠিকই এগিয়ে ছিল বার্সেলোনা। অবশ্য কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি রোনাল্ড কোম্যান শিষ্যরা।
ম্যাচশেষে এ নিয়ে হতাশ প্রকাশ করেছেন দলটির তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে। গোল করতে ব্যর্থ হওয়াটাই মূলত পোড়াচ্ছে তাকে। পিকে বলছেন, তারা ভালো শুরু করেছিলেন। কিন্তু তিন ঘণ্টা মাঠে কাটালেও গোল করতে পারবেন না বলেই মনে হচ্ছে তার।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম, তাদের ওপর আধিপত্য বিস্তার করেছি। আমরা সাহসী ছিলাম, উপরে গেছি। তারা খুব ছোট জায়গা থেকে দুইটি গোল করেছে। সে জায়গা থেকে, আমরা হয়তো তিন ঘণ্টা কাটালেও গোল করতে পারতাম না।’
পরিস্থিতি কঠিন জানিয়ে পিকে বলেন, ‘পরিস্থিতিটা জটিল ও কঠিন। সত্যি কথা বললে, আমরা ভুগছি। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, কাজ করতে হবে, বিশ্রাম নিতে হবে। এরপর আরও শক্তভাবে ফিরে আসতে হবে।
এমএইচ