শেষ মুহূর্তে আর্জেন্টিনা দলে তিনি
কাতার বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন তিন ম্যাচের জন্য ইতোমধ্যে ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্ক্যালোনি। ওই দলে শেষ মুহূর্তে এসে জায়গা পেয়েছেন ফাকুন্দো মেদিনা।
মূলত সেভিয়ার ফুটবলার মার্কোস আকুনা হঠাৎ ইনজুরিতে পড়ায় ডাকা হয়েছে তাকে। দলে সুযোগ পাওয়ার পর বিশেষ সাক্ষাৎকারে টিওআইসি স্পোর্টসকে নিজের অনুভূতির কথা জানিয়েছেন মেদিনা। আবারও জাতীয় দলের হয়ে খেলতে পারবেন ভেবে উচ্ছ্বসিত এই ডিফেন্ডার।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘আমি খুব খুশি জাতীয় দলের অংশ হতে পারে। সত্যিটা হচ্ছে, ক্লাবের হয়ে আমি খুব ধারাবাহিক ছিলাম। আর আমি আনন্দিত এটা ভেবে যে, আবারও জাতীয় দলের জার্সি গায়ে দিতে পারবো।’
২২ বছর বয়সী মেদিনা বর্তমানে লিগ ওয়ানে খেলছেন রেসিং ক্লাব লঁসের হয়ে। সর্বশেষ গত মাসে বলিভিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। টোকিও অলিম্পিকে খেলা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলেছেন তিনি।
চলতি মাসের ৮ তারিখ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর তিন দিন পর মেসিদের প্রতিপক্ষ উরুগুয়ে। এরপর ১৫ অক্টোবর তাদের প্রতিপক্ষ পেরু। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় ভোর পাঁচটায়। বাকি দুইটি হবে সাড়ে পাঁচটায়।
বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা দল
গোলরক্ষক- এমিলিয়ানো মার্টিনেজ, ফ্র্যাঙ্কো আরমানি, হুয়ান মুসো, এস্তেবান আন্দ্রাদা।
ডিফেন্ডার- গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লুকাস মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, হেরমান পেজ্জেলা, নিকলাস অটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া।
মিডফিল্ডার- লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, নিকলাস ডমিঙ্গেজ, জিওভানি লো চেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল।
ফরোয়ার্ড- লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, পাওলো দিবালা, লাওতারো মার্টিনেজ, আলেহান্দ্রো পাপু গোমেজ, নিকো গঞ্জালেস, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া, লুকাস আলারিও, জুলিয়ান আলভারেজ।
এমএইচ