মেসিকে মাটিতে শুয়ে পড়তে বলেছিলেন এক ব্রাজিলিয়ান!
চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির বিপক্ষে পিএসজির হয়ে নিজের প্রথম গোল করেছেন লিওনেল মেসি। এই ম্যাচ শেষে মেসির গোল নিয়ে প্রশংসা হলেও নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে প্রতিপক্ষের ফ্রি কিকের সময় মেসি কেন শুয়ে ছিলেন? কে বলেছিলেন মেসিকে শুয়ে পড়তে?
ঘটনাটির সূত্রপাত হয় খেলার ৯১ মিনিটে ম্যান সিটির এক ফ্রি কিকের বিপরীতে পিএসজির মানব দেয়াল তৈরি নিয়ে। পিএসজির পার্ক দ্য প্রিন্সেসে ম্যান সিটির বিপক্ষে ২-০ গোলে জয় পায় মেসি-নেইমাররা। খেলার ৯১ মিনিটে রিয়াদ মাহরাজের ফ্রি কিকের জন্য মানব দেয়াল তৈরি করে পিএসজি ফুটবলাররা। ওই দেয়ালের পেছনে মেসিকে শুয়ে পড়তে দেখা যায়। এর আগে কখনো দেখা যায়নি এমন দৃশ্য।
বিজ্ঞাপন
এই ঘটনার পর সকল ভক্তদের মনে একটাই প্রশ্ন মেসিকে কে এই নির্দেশনা দিয়েছিলেন? ম্যাচ শেষে জানা গেল এই প্রশ্নের উত্তর। মেসিকে ব্রাজিলিয়ান ফুটবলার ও পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস মানব দেয়ালের পেছনে শুয়ে বলেছিলেন। খেলার সেই মুহূর্তের ভিডিওতে দেখা যায় পিএসজি সতীর্থ মারকিনিয়োস মেসিকে কিছু একটা বলার পর মেসি মানব দেয়ালের পিছনে গিয়ে শুয়ে পড়েন।
মেসির এই কাণ্ড নিয়ে বন্ধু নেইমার তার নিজস্ব ইন্সটাগ্রামে ছবি আপলোড দেন ও ক্যাপশনে হাসির ইমোজি দিয়ে লিখেন ‘এখানে কি কর লিও।’
ম্যান সিটির বিপক্ষে পুরো ম্যাচটিই ছিল মেসিময়। পিএসজির হয়ে অভিষেক হয়েছে অনেক দিন হলো কিন্তু মেসি গোলের দেখা পাচ্ছিলেন না। চ্যাম্পিয়নস লিগে গুরু গার্দিওলার দলের বিপক্ষে পিএসজির হয়ে নিজের প্রথম গোল করেন আর্জেন্টাইন তারকা। সেই সাথে মানব দেয়ালের পেছনে শুয়ে প্রমাণও করেন দলের স্বার্থে যেকোনো পজিশনে খেলতে পারেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
এমএফ/এমএইচ