খেলোয়াড়রা পাশে আছে, বিশ্বাস কোম্যানের
বার্সেলোনার দুর্দশা যেন কাটছেই না। আগের ম্যাচে লা লিগায় লেভান্তেকে হারিয়ে যেটুকু স্বস্তি মিলেছিল। সেটা যেন উড়ে গেল চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে ৩-০ গোলে হেরে। আবারও প্রশ্ন উঠেছে বার্সা কোচ রোনাল্ড কোম্যানের ক্লাবটির দায়িত্বে থাকা নিয়ে।
সেই ১৯৭২-৭৩ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দুই ম্যাচে হেরেছে কাতালান ক্লাবটি। ম্যাচশেষে দলটির কোচ কোম্যান বলছেন, আগের বার্সার সঙ্গে তুলনা করে লাভ খুব একটা নেই। সঙ্গে জানিয়েছেন, দলের ফুটবলারদের বিশ্বাস আছে তার প্রতি।
বিজ্ঞাপন
কোম্যান বলেন, ‘দলের সামর্থ্য নিয়ে আমি কোনো তর্ক করতে চাই না। এই বার্সেলোনার সঙ্গে আগের বার্সেলোনার তুলনার কোনো অর্থই নেই। এটা পানির মতো পরিষ্কার। আমি শুধু ক্লাবে নিজের কাজের ব্যাপারেই মতামত দিতে পারি। আমি অনুভব করি, খেলোয়াড়রা আমার পাশে আছে, তাদের মানসিকতাও।’
ফুটবলারদের পাশে থাকার বিশ্বাস থাকলেও ক্লাবের মনোভাবের ব্যাপারে জানেন না বলে দাবি এই ডাচ কোচের, ‘ক্লাবের ব্যাপারে... আমি নিশ্চিত নই। কারণ আমি জানি না, ক্লাব এই ক্ষেত্রে কী ভাবছে। এটা আমার হাতে নেই।’
বেনফিকার কাছে পাত্তা না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এই ফলাফল মেনে নেওয়া কঠিন এবং মাঠে যা দেখি, তার প্রতিফলন এতে পড়ছে না। যদিও আমরা শুরুতে পিছিয়ে পড়েছি, তারপরও ২-০ হওয়ার আগ পর্যন্ত আমরা ভালো খেলেছি। গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছি আমরা, কিন্তু কাজে লাগাতে পারিনি।’
এমএইচ/এটি