ক্রিশ্চিয়ানো রোনালদো ফেরার পর মৌসুমে দারুণ এক শুরু পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু হঠাৎই যেন পথ হারায় ক্লাবটি। ভিয়া রিয়ালের সঙ্গেও ড্র করতে বসেছিল ওলে গানার শোলজার শিষ্যরা। শেষ অবধি অন্তিম মুহূর্তে পার্থক্য গড়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পাকো আলকাসেরের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল ভিয়া রিয়াল। পিছিয়ে পড়ার পর স্বাগতিকদের পক্ষে সমতা টানেন আলেক্স তেলেস। আর শেষ সময়ে ব্যবধান গড়ে দেন রোনালদো।

প্রথমার্ধের পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করে খেলে ভিয়া রিয়াল। ম্যানচেস্টার ইউনাইটেড আক্রমণে গেলেও তাতে কোনো ধার ছিল না। এই অর্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি হলেও গোল করতে পারেনি কোনো দলই।

দ্বিতীয়ার্ধের আট মিনিটের মাথায় অবশেষে দেখা মেলে গোলের। বাঁ থেকে ডানজুমার গোলমুখে ক্রসে পা বাড়িয়ে টোকায় বল জালে পাঠান আলকাসের। এগিয়ে দেন ভিয়া রিয়ালকে। এর সাত মিনিট পরই অবশ্য ম্যাচে সমতা টানেন তেলেস।

ব্রুনো ফার্নান্দেজের ক্রস ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের জোরালো ভলি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। বক্সে প্রতিপক্ষের অনেক খেলোয়াড়ের মাঝ দিয়ে বল জালে জড়ায়। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে। ঠিক তখনই যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করে ইউনাইটেড সমর্থকদের উল্লাসে ভাসান রোনালদো।

দিনের আরেক ম্যাচে ইয়াং বয়েজকে ১-০ গোলে হারিয়েছে আতালান্তা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে গ্রুপের শীর্ষে। ইয়াং বয়েজ ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট সমান ৩ করে। চার নম্বরে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ১।

এমএইচ/এমএইচ