চ্যাম্পিয়ন্স লিগ আরো একবার জমে উঠবে আজ বুধবার দিবাগত রাতে। বিশ্বের সবচেয়ে বড় এই ক্লাব প্রতিযোগিতাকে রাঙিয়ে তুলতে রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও লিওনেল মেসিহীন বার্সেলোনাও গ্রুপ পর্বে যার যার লড়াইয়ে নামবে মাঠে।

রোনালদোকে দলে ভিড়িয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিলেও এখন পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেনি ওলে গুনার সোলশায়ারের ইউনাইটেড। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাড়িয়েছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে হেরে কারাবাও কাপ থেকে ছিটকে গিয়ে। 

সেদিন রোনালদোকে মূল স্কোয়াডেই রাখেননি ওলে। এর দুই দিন পরই আবার অপেক্ষাকৃত দুর্বল দল অ্যাস্টন ভিলার বিপক্ষে হার। এত দারুণ দল নিয়েও বারবার ব্যর্থ হওয়ায় ওলের দল পরিচালনাও পড়েছে প্রশ্নের মুখে। তবে সব প্রশ্নের জবাব নিশ্চয়ই আজ রাতে ইউরোপা লিগ জিতে এবারের আসরে আসা ভিয়ারিয়ালের বিপক্ষে জিতেই দিতে চাইবে রেড ডেভিলরা।

তবে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বড্ড প্রাণহীন। দল দু’টি মুখোমুখি হলেই যেন গোল করতে ভুলে যান স্ট্রাইকাররা। ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোতে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে ম্যান ইউ ও ভিয়ারিয়াল। সবকটি ম্যাচই শেষ হয়েছে ড্রতে। যার মধ্যে চারটি ম্যাচেই একবারও বল জালে জড়াতে পারেনি কোন দল। 

চ্যাম্পিয়ন্স লিগে আগের চারবারের দেখার সবকটি ম্যাচই শেষ হয়েছে সমতায়। এই প্রতিযোগিতায় নির্দিষ্ট দুটি দলের সবচেয়ে বেশি গোলশূন্য ড্রর রেকর্ডটা তাই ম্যান ইউ ও ভিয়ারিয়ালের দখলেই। এদিকে পরিসংখ্যান বলছে চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ দলগুলোর সামনে এলেই রেড ডেভিলরা যেন হারিয়ে ফেলে তাদের চিরায়িত ধার। অন্তত লা লিগার দলগুলোর বিপক্ষে সর্বশেষ ৭ খেলায় হার তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। সর্বশেষ ২০১৩ সালে এই প্রতিযোগিতায় রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছিল তারা।

এদিকে পরিসংখ্যানের বিচারে বেশ সুবিধাজনক অবস্থানে আছে ভিয়ারিয়াল। প্রথম সারির ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোয় সর্বশেষ ১৬ ম্যাচ ধরে অপরাজিত তারা। এদিকে নিজেদের প্রথম ম্যাচে বিএসসি ইয়াং বয়েজের বিপক্ষে হেরে মনস্তাত্ত্বিকভাবেও বেশ পিছিয়ে আছে রেড ডেভিলরা। আজকের খেলায়ও হেরে গেলে প্রথমবারের মত কোন ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের প্রথম দুই খেলায় হারের বিস্বাদ গ্রহণ করবে ইংল্যান্ডের শীর্ষ এই ক্লাব। তেমনটা হলে ক্লাবের দীর্ঘ ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের রচনা করবে কোচ ওলের ম্যানইউ। 

এদিকে আজ খেললে ২০০৯ সালের পর এবারই প্রথম ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউয়ের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় মাঠে নামবেন মহাতারকা রোনালদো। এছাড়াও স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াসকে পেছনে ফেলার হাতছানিও রয়েছে তার সামনে। আজকের ম্যাচের মধ্য দিয়ে ১৭৮টি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় মাঠে নামার নতুন রেকর্ড স্পর্শ করবেন সিআর সেভেন। তবে স্প্যানিশ দলটির বিপক্ষে আগের চারবারের দেখায় একবারও জালের দেখা পাননি এই পর্তুগিজ মহাতারকা। তবে আজকের ম্যাচে ইতিহাস বদলে দিতে নিশ্চিতভাবেই সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডের দিকেই চেয়ে থাকবেন রেড ডেভিল ভক্তরা।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইউনাইটেড শিবিরে ইনজুরির কালো ছায়া। অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের ছিটকে গেছেন ইনজুরির ধাক্কায়। লেফট ব্যাক লুক শ যদি সেরে উঠেন সেক্ষেত্রে বদলি হিসেবে তাকে দলে রাখতে পারেন কোচ। দুশ্চিন্তা আরো বাড়িয়েছে আক্রমণভাগের দুই খেলোয়াড় মার্কাস র‍্যাশফোর্ড ও আমাদ দিয়ালোর ফিটনেস।

এদিকে ইয়াং বয়েজের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় আজকের খেলায় রাইট ব্যাক অ্যারন ওয়ান বিসাকাকে দলে পাবে না ম্যান ইউ। ফলে রেড ডেভিল রক্ষণভাগকে বড় পরীক্ষা দিতে হতে পারে আজ। যদিও বাকি খেলোয়াড়দের সামর্থের উপর আস্থাই ঝরে পড়ল ওলের কন্ঠে। তিনি বলেন, ‘আজ প্রচুর পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। তবে আমাদের ভাল খেলোয়াড়ে পরিপূর্ণ একটি দল আছে এবং আমি মনে করি যারা সুযোগ পাবে ভালোই করবে।’ 
 
এআইএ/এনইউ