বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল দল/ঢাকা পোস্ট

আজ দুপুর দুইটা ৪০ মিনিটে ছিল জামাল ভূঁইয়াদের মালের ফ্লাইট। মালেগামী মালদিবিয়ান এয়ারলাইনসের ফ্লাইটটি এক ঘণ্টা বিলম্ব হয়েছে। নতুন সূচি অনুযায়ী তিনটা ৪০ মিনিটে ফ্লাইট। 

বোডিং, ইমিগ্রেশন শেষ করে জামাল, সাদ উদ্দীন, আশরাফুল ইসলাম রানারা হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন । নিজেদের মধ্যে খোশ গল্পে সময় কাটাচ্ছেন সবাই। এক ঘণ্টা সময় পাওয়ায় অনেকে পরিবার প্রিয়জনের সঙ্গে আলোচনা করছেন। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনও নিজের মতো করে সময় কাটাচ্ছেন। ম্যানেজার সত্যজিত দাশ রুপু খেলোয়াড়দের বিভিন্ন বিষয় দেখভালে ব্যস্ত সময় পার করছেন। 

আগামী ১ অক্টোবর থেকে মালদ্বীপের মালেতে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এজেড/এটি