এএফসি কাপের পর সাফেও খেলা হলো না। মুখে না বললেও অনুশীলন সেশনের শেষ দিকে এলিটা কিংসলের এই অভিব্যক্তিই যেন প্রকাশ করে দিচ্ছে তার হতাশাটা/বাফুফে

আরো একবার স্বপ্ন ভঙ্গ হলো নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলের। গত মাসে বসুন্ধরা কিংসের হয়ে মালেতে গিয়েও কিংসের হয়ে খেলতে পারেননি এএফসি কাপে। এবার ফিফা-এএফসির অনুমতি না পাওয়ায় বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করেও এবার মালের বিমানে উঠতে পারছেন না কিংসলে। 

টানা দুই বার অনুমতি না পাওয়ায় বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে তার প্রতিনিধিত্ব করার স্বপ্ন স্বপ্নই রয়ে যাচ্ছে। আজ বাফুফে তাকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে না পারার দুঃখে প্রতিক্রিয়াহীন কিংসলে, ‘আমার কোনো মন্তব্য নেই।’ বিষয়টি কিংসলের চোখে, ‘হয়ত বিধাতা আমার বিষয়টি এভাবে লিখে রাখছে। আমার দুঃখ নেই। আমি আমার কাজটি করেছি৷ বাকি কাজটা ছিল ক্লাব ও ফেডারেশনের।’ 

কিংসলের বয়স ১৮’র বেশি, তার পরিবারের কেউ বাংলাদেশের সঙ্গে যুক্ত নন এসব ক্ষেত্রে বাংলাদেশের উপরই ফিফা ভার দিয়েছিল ঝুঁকি নিয়ে খেলানোর। বাফুফে সেই ঝুঁকিতে যায়নি। ফিফার সরাসরি অনুমতি ছাড়া খেলালে অন্য দল প্রতিবাদ করলে সেক্ষেত্রে বড় শাস্তি হবে বাফুফের। 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে খেলার স্বপ্ন ছিল এলিটার। কিংসলের কাছে বসুন্ধরা কিংসের হয়ে না খেলাটা বেশি কষ্টের, ‘ভেন্যুতে গিয়ে না খেলাটা বেশি কষ্টের ছিল।’ 

এজেড/এনইউ