আজ সোমবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এই সম্মেলনে কোচ ২৩ সদস্যদের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা। সেই তালিকায় এলিটা কিংসলে আছে কি না এটা বড় কৌতুহল ফুটবলাঙ্গনের। কোচের দলে নেওয়ার আগে তার ফিফা এএফসির অনুমতি প্রয়োজন। 

এর সর্বশেষ অবস্থা সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘সোমবার দুপুরে আমরা সরাসরি ফিফার সঙ্গে কথা বলব। এএফসির সঙ্গে আমাদের কথা হয়েছে তারা ফিফার মতামত নিতে বলেছে। শনি-রোববার ফিফার সাপ্তাহিক ছুটি থাকায় এই দুই দিন যোগাযোগ করা যায়নি।’

এখনো অনুমতি না পাওয়ায় কোচ আজ বিকেল পর্যন্ত অপেক্ষা করবেন নাকি এলিটাকে বাদেই দল ঘোষণা করবেন সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আগামীকাল বাংলাদেশ দলের মালের ফ্লাইট। এজন্য আজ খেলোয়াড়দের করোনা পরীক্ষা করানো হয়েছে। এলিটা কিংসলেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। 

২৩ সদস্যের চুড়ান্ত দলে জায়গা করে নিচ্ছেন আবাহনীর তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার হৃদয়। চট্টগ্রাম আবাহনীর ডিফেন্সিভ মিডফিল্ডার মানিক মোল্লা, মোহামেডানের ডিফেন্ডার আতিকুজ্জামান ও মুক্তিযোদ্ধার মেহেদীর বাদ পড়ার খবর শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর অস্কারের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এজেড/এটি