সর্বকালের সেরাদের একজন তিনি। জীবনের সায়াহ্নে এসে ভেঙে যেতে দেখলেন নিজের পুরোনো এক রেকর্ড। পেলের মধ্যে তা নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই। বরং তার রেকর্ড ভেঙে দেওয়া আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়েছেন পেলে।

চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচটিতে হ্যাটট্রিক করেন মেসি। লাতিন আমেরিকায় অঞ্চলে এতদিন সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন পেলে। ৭৭ গোল করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। 

বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে পেলেকে টপকে গেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা ৭৯। তবে ওই সময় শরীরটা ভালো ছিল না পেলের। একটু সুস্থ হতেই আর্জেন্টাইন অধিনায়ককে শুভেচ্ছা জানাতে ভুলেননি পেলে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘দেরি করে ফেলায় আমি দুঃখিত মেসি। যাই হোক, চলতি মাসের শুরুতে আরেকটি রেকর্ড ভাঙার জন্য তোমাকে অভিনন্দন জানানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। তোমার ফুটবলীয় প্রতিভা অসাধারণ! আশা করি তুমি নেইমার ও এমবাপের পাশে থেকে আরও অনেক কিছু জিতবে।’

এমএইচ