থমাস টুখেলের অধীনে রীতিমতো উড়ছে চেলসি। তবে ম্যানচেস্টার সিটি তাদের চেপে ধরে রেখেছিল পুরোটা সময়। তুলে নিয়েছে দারুণ এক জয়। হাই ভোল্টেজ ম্যাচের একমাত্র গোলটি করেছেন সিটির ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। 

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সিটিকে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি। এবার ইপিএলের ম্যাচে তাদের ১-০ গোলে হারিয়ে কিছুটা হলেও প্রতিশোধ নিলো পেপ গার্দিওলার দল। 

ম্যাচের শুরু থেকেই চেলসিকে চাপে রাখে সিটি। যদিও গোলের দেখা মিলছিল না। কারণ চেলসির জমাট রক্ষণ ভাঙা যাচ্ছিল না। পুরো প্রথমার্ধজুড়ে একের পর এক আক্রমণ চালালেও গোল করতে পারছিল না তারা। 

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে সিটি। ম্যাচের ৫৩তম মিনিটে জেসুসের কল্যাণে এগিয়ে যায় সিটি। জোয়াও কানসেলোর জোরালো শট ডি-বক্সে তার পায়ে লাগে। এরপর চেলসির তিন ডিফেন্ডারের জট ভেঙে গোল করেন জেসুস। 

একটু পরই অবশ্য ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়ে যায় সিটি। চেলসি গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি জেসুসের পায়ে বল তুলে দেন। শটও নিয়েছিলেন তিনি। কিন্তু বল জালে জড়ানোর আগেই বল ক্লিয়ার করেন থিয়েগো সিলভা। 

৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ইপিএলের পয়েন্ট টেবিলের দুইয়ে আছে সিটি। সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চেলসি।

এমএইচ