মেসি কবে ফিরবেন, জানালেন পিএসজি কোচ
লিওনেল মেসি প্যারিস সেইন্ট জার্মেইঁতে যোগ দিয়েছিলেন বেশ আলোড়ন সৃষ্টি করে। কিন্তু ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে মাঠে খুব একটা স্বস্তিতে নেই তিনি। এখনো পর্যন্ত পিএসজির হয়ে একটি গোলও পাননি। এর মধ্যে ছিটকে গেছেন ইনজুরিতে।
মেতজের বিপক্ষে ম্যাচেও পিএসজির স্কোয়াডে ছিলেন না তিনি। যদিও তাকে ছাড়াই আশরাফ হাকিমির জোড়া গোলে ম্যাচটি জিতেছে পিএসজি। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলটির কোচ মাওরোসিও পচেত্তিনো জানিয়েছেন কবে ফিরতে পারেন লিওনেল মেসি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘মেসির সুস্থতাটাই আমার জন্য আসল ব্যাপার। দেখা যাক শনিবার মোনটেপেলেয়িারের বিপক্ষে সে ফিরতে পারে নাকি। আমাদের ডাক্তাররা তার আরও পরীক্ষা-নিরীক্ষা করছে।’
মেতজের বিপক্ষে ম্যাচ নিয়ে আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘আমাদের দল কখনো হাল ছাড়ে না। তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে থাকে। আমি খুশি যে শেষে আমরা এটার ফল পেয়েছি। দল যে ধরনের দৃঢ়তা দেখিয়েছে, তাতে আমরা খুশি।’
মৌসুম শেষে পিএসজির সম্ভাবনা কেমন? এ নিয়ে পচেত্তিনো বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়নশিপের একদম শুরুতে আছি। এটা বলা কঠিন যে আমরা কোথায় শেষ করব মৌসুম শেষে। এই চ্যাম্পিয়নশিপের একটা মান আছে। সব দলেরই ভালো সুযোগ আছে। আমি আবার বলছি, সাধারণভাবে আমি আমাদের পারফরম্যান্সে খুশি না।’
এমএইচ