ব্রাজিলিয়ান তরুণকে প্রশংসায় ভাসালেন রিয়াল কোচ
ইন্টার মিলানের বিপক্ষে জিততে বেশ কষ্ট করতে হয়েছে রিয়াল মাদ্রিদের। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শেষ সময়ের গোলে তারা জিতেছে ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি এসেছে ব্রাজিলিয়ান তরুণ তারকা রদ্রিগোর পা থেকে। ম্যাচের ৯০ মিনিটে গোল করে রিয়ালকে জয় এনে দিয়েছেন তিনি।
ফেদেরিকো ভালভার্দের কাছ থেকে বল পেয়ে রদ্রিগোর উদ্দেশে বল বাড়ান কামাভিঙ্গা। সেখান থেকে গোল করে রিয়ালকে স্বস্তির জয় উপহার দেন রদ্রিগো। ম্যাচশেষে এই তরুণ ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
তিনি বলেছেন, ‘কত মিনিট খেলেছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। আমি খেলোয়াড়দের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। কয়েক মিনিটেই আপনি নির্ণায়ক হতে পারেন, রদ্রিগো আজ যেমন হয়েছে। সে খুব ভালো করেছে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘রদ্রিগো মাঠে নামার পর আমরা উইং দিয়ে বেশি খেলেছি। আমরা বাইরের দিক দিয়ে বেশি সমাধান খুঁজেছি। আমি খেলাটাকে খুব পছন্দ করেছি। কারণ দলকে ভুগেছে আবার তারা বের হয়ে এসেছে। দলের শুধু মান আছে এমন না, অঙ্গীকারবদ্ধতাও আছে।’
দল নিয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে আনচেলত্তি বলেছেন, ‘ফুটবলাররা এই জয়টা প্রাপ্য কারণ তারা কঠোর পরিশ্রম করেছে। প্রথমার্ধে কিছুটা ভুগেছে কিন্তু দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে। আমাদের প্রতিভাবান কিছু তরুণ আছে। কামাভিঙ্গা মাদ্রিদে ভালো খেলবে। আমাদের ধৈর্য ধরতে হবে। তার মধ্যে কোয়ালেটি আছে। রক্ষণেও সে উন্নতি করবে।’
এমএইচ