মেসির কোপা জয়ের প্রভাব দেখা গেল গেমেও!
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল খেলতে হলে যে মাঠ ও একটি বলের প্রয়োজন হয় তা আমরা সবাই জানি। কিন্তু আপনি যদি ভেবে থাকেন সশরীরে না খেললে আপনি ফুটবল খেলতে পারবেন না। তাহলে কিছুটা হলেও পিছিয়ে আছেন প্রযুক্তির চেয়ে। কী চমকে উঠলেন। ঘরে বসে ফুটবল মাঠের উত্তেজনা পেতে আপনি আপনার পিসি, গেমিং কনসোল অথবা এক্স বক্সে খেলতে পারেন বহুল জনপ্রিয় ফুটবল গেম ‘ফিফা’।
বর্তমানে গেমারদের মাঝে বেশ জনপ্রিয় এটি। ফুটবলপ্রেমী গেমারদের কথা চিন্তা করে ১৯৯৩ সাল থেকে প্রতি বছরই গেমটি রিলিজ দিয়ে আসছে নির্মাতাকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রনিক আর্টস। সময়ের সাথে ফিফার গ্রাফিক্স ও গেমপ্লে এতটাই উন্নত করেছে তারা যে বাস্তবের সাথে গেমের ফারাক অনেক কম।
বিজ্ঞাপন
চলতি বছরের অক্টোবরে রিলিজ পাওয়ার কথা রয়েছে ফিফার এবছরের সংস্করণ ফিফা ‘২২। রিয়েল গেম ইঞ্জিনের সাহায্যে তৈরি ফিফা
‘২২ এরই মধ্যে ভক্তদের মধ্যে সৃষ্টি করেছে বাড়তি উত্তেজনা। রিলিজ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রিয় গেম হাতে পেতে অনেকেই করে রেখেছেন প্রি অর্ডার। তবে এসব ছাপিয়ে বড় হয়ে উঠেছে ফিফা ‘২২ গেমে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসির বেশি রেটিং পাওয়ার আলোচনা।
আর্জেন্টিনার হয়ে কোপার শিরোপা জয় প্রভাব ফেলেছে গেমের রেটিংয়েও। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা ২২ এর সেরা খেলোয়াড় লিওনেল মেসি। হালের আরেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউরো যাত্রা সুখকর হয়নি মোটেও। সেই প্রভাব পড়েছে ফিফা রেটিংয়েও। গত বছরের সংস্করণ ফিফা ২১ এ ৯২ রেটিং পেলেও ফিফা ২২ এ ১ রেটিং পয়েন্ট হারিয়েছেন সিআর সেভেন। ৯২ রেটিং পয়েন্ট নিয়ে রোনালদোকে টপকে ফিফার দ্বিতীয় সেরা খেলোয়াড় পোলিশ তারকা রবার্ট লেভান্ডভস্কি।
ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে তার দুর্দান্ত ফর্মের কারণে ৯২ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ফিফা ২২ এর সেরা দশে। সেরা দশে আছেন নেইমার জুনিয়র, কেভিন ডি ব্রুইন, হ্যারি কেইনরাও।
ফিফা ২২ এর সেরা দশ খেলোয়াড়
নাম | পজিশন | রেটিং |
লিওনেল মেসি | রাইট উইংগার | ৯৩ |
রবার্ট লেভান্ডভস্কি | স্ট্রাইকার | ৯২ |
ক্রিশ্চিয়ানো রোনালদো | স্ট্রাইকার | ৯১ |
কেভিন ডি ব্রুইন | সেন্ট্রাল মিডফিল্ডার | ৯১ |
কিলিয়ান এমবাপে | স্ট্রাইকার | ৯১ |
নেইমার | লেফট উইংগার | ৯১ |
জন ওবলাক | গোলকিপার | ৯১ |
হ্যারি কেইন | স্ট্রাইকার | ৯০ |
এনগোলো কান্তে | সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার | ৯০ |
ম্যানুয়েল ন্যয়ার | গোলকিপার | ৯০ |
এআইএ