লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? গত এক দশকেরও বেশি সময় ধরে এ নিয়ে হয়েছে অনেক বিতর্ক। কারো কাছে মেসিই সেরা আবার কেউ রোনালদোকে নিয়েই করেছেন মাতামাতি। খেলার ধরন ও পজিশন ভিন্ন হলেও ফুটবলপ্রেমীরা কে সেরা সেই প্রশ্নে বারবারই মেতেছেন তর্কে। সাবেক খেলোয়াড় ও কিংবদন্তিরা দুই দলে ভাগ হয়ে যান মেসি-রোনালদো বিতর্কে। 

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলের মতে রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার। সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড রাইট ব্যাক শ্রেষ্ঠত্বের বিচারে মেসির চেয়ে এগিয়ে রাখলেন তার পুরোনো সতীর্থকেই। যদিও সাবেক লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাঘার একমত হননি নেভিলের সাথে। স্কাই স্পোর্টসের ফুটবল বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে কে সেরা এই তর্কে মাতেন সাবেক দুই ইংলিশ ফুটবলার।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা বলেন, ‘দেখুন এটা নিয়ে কোন সন্দেহ নেই যে মেসি প্রচুর গোল করেছে। সে দুর্দান্ত একজন খেলোয়াড়। কিন্তু রোনালদো বাঁ পায়ে ৩০ থেকে ৪০ শতাংশ গোল (মেসির ডান পায়ের তুলনায়) বেশি দিয়েছে। পেনাল্টিতেও সে (রোনালদো) অধিক কার্যকর। খেলার গুরুত্বপূর্ণ অংশে এই বিবেচনায় আমার কাছে তাকে অধিক পরিপূর্ণ মনে হয়েছে।’  

রোনালদো মেসির চেয়ে খারাপ দলে খেলেছেন দাবি করে নেভেল আরও বলেন, ‘আপনাকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ডটি দেখতে হবে। সে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এমন একটি দলের হয়ে যারা মেসির দল অপেক্ষা শক্তিশালী ছিল না। তারা দুজনে প্রায় কাছাকাছি হলেও সে (রোনালদো) প্রচুর বৈচিত্র্যময় গোলের মালিক। সবকিছু মিলিয়ে আমার মনে হয় রোনালদোই সর্বকালের সেরা।’

মেসিতে অধিক মুগ্ধ ক্যারাঘার অবশ্য নাকচ করে দিয়েছেন নেভিলের এই যুক্তি। তিনি বলেন, ‘সবাই তাদের (মেসি-রোনালদো) ভক্ত। কিন্তু রোনালদো কিছুতেই সর্বকালের সেরা নন। বরং আমি বলব সেটা মেসি।’

বল কীভাবে জালে জড়ায় সেটা গুরুত্বপূর্ণ নয় উল্লেখ করে এই সাবেক ফুটবলার বলেন, ‘আপনি বিভিন্ন ধরনের গোলের কথা বললে কিন্তু গোল কীভাবে হয়েছে তাতে কিছু যায় আসে না। মেসির গোল রেকর্ড রোনালদো অপেক্ষা বেশ ভালো। তাছাড়া মেসি একাই দলকে চালাতে পারে কিন্তু রোনালদো সেটা পারে না।‘

ফুটবল মাঠে মেসি অবিশ্বাস্য সব প্রতিভা দেখিয়ে থাকেন যা আর কেউ করতে পারে না বলেও দাবি করেন ক্যারাঘার। তিনি বলেন, ‘মেসি আপনাকে এমন সব দৃশ্য দেখাবে যা আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে। রোনালদো যা করে তা অনেকেই পারে কিন্তু মেসির মত এতটা কেউ পারে না।’

এআইএ/এমএইচ