জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রিমিয়ার লিগের সাইফ স্পোর্টিংয়েরও অধিনায়ক। আজ (মঙ্গলবার) বসুন্ধরা কিংসের বিপক্ষে মৌসুমে শেষ ম্যাচ খেলেছেন। এই ম্যাচ খেলার পরপরই জামালের ভাবনায় জাতীয় দল। 

সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে কিংসের হয়ে জোড়া গোল করেছেন নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে। দুইটি গোলই করেছেন বক্সের মধ্যে সুনিপুণ দক্ষতায়। জাতীয় দলে কিংসলের প্রয়োজনীয়তা সম্পর্কে অধিনায়ক জামাল বলেন, ‘আমাদের আসলে সেভাবে নাম্বার নাইন নেই। যারা খেলছে তারা মূলত উইঙ্গার। বক্স প্লেয়ার সেভাবে নাই। সে জাতীয় দলে সুযোগ পেলে ভালোই হবে।’
 
কিংসলের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছিলেন কোচ জেমি ডে। নিজের ফিটনেস সম্পর্কে কিংসলে বলেন, ‘জাতীয় দলের ফিটনেস সম্পর্কে আমি কিছু বলব না। বসুন্ধরা কিংসের হয়ে খেলছি, ফিটনেস প্রমাণ করেই মাঠে নামছি। জাতীয় দলের ফিটনেসের বিষয়টি জাতীয় দলের কোচের।’

ঘরোয়া লিগে কিংসলে বাংলাদেশি হয়ে খেললেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করতে মূল বাধা ফিফা-এএফসি’র স্বীকৃতি। এই প্রসঙ্গে কিংসলে নিজে কিছু জানেন না, ‘ফেডারেশন এ নিয়ে কাজ করছে। এর অগ্রগতি বা কোন পর্যায়ে রয়েছে এই ব্যাপারে কিছু জানি না।’ 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হচ্ছে ২০ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর থেকে সাফের উদ্দেশ্যে ক্যাম্প শুরু হবে। ১ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ। মাত্র ১০ দিনের প্রস্তুতিতে মালদ্বীপে খেলবে বাংলাদেশ। অন্যদিকে ভারত, নেপাল ও মালদ্বীপ কাতার গিয়েছে সাফের প্রস্তুতির জন্য। 

নিজেদের প্রস্তুতি একটু আগে শুরু করার পক্ষে জামাল, ‘আমি কোচকে বলেছি আমাদের আগে ট্রেনিং করা দরকার।’ জামালের এই প্রস্তাবের প্রেক্ষিতে কোচ তাকে বলেছিলেন, বাফুফে লিগ শেষের পর ক্যাম্প শুরু করতে চায়। 

আজ সাইফ স্পোর্টিংয়ের খেলা শেষ। ২১ সেপ্টেম্বর ক্যাম্প শুরু হলে খেলোয়াড়দের ফিটনেস হারানোর শঙ্কা দেখছেন জামাল, ‘একটু দেরি হলে আবার ফিটনেস কমতে পারে।’

এজেড/এমএইচ