তবু ম্যানইউ’র দলে জায়গা হবে না রোনালদোর?
এমন এক প্রত্যাবর্তনের স্বপ্ন কেবল দেখেই যেতে পারে অনেকে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo) সেটা করে দেখিয়েছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডে (Manchester United) ফেরার ম্যাচেই করলেন জোড়া গোল, জেতালেন দলকে। তবু আজ যখন চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) ‘প্রত্যাবর্তন’ ঘটার সম্ভাবনা ক্ষীণ তার।
সেজন্যে ‘দায়ী’ দলের প্রয়োজন। বিষয়টা ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সোলশায়ারই বলে দিলেন। বয়স ৩৬ হয়ে গেলেও রোনালদো এখনো অন্যতম বিশ্বসেরা। কিন্তু দিনশেষে তিনিও তো মানুষ, জরা তো তাকেও গ্রাস করে। সে ভাবনা, আর দলের প্রয়োজনের কথা মাথায় রেখেই তাকে বিশ্রাম দিতে পারেন ইউনাইটেড কোচ।
বিজ্ঞাপন
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বললেন, ‘ওকে বিশ্রাম দেওয়া হতে পারে। বিষয়টা মোটেও অসম্ভব নয়। ৩৬ বছর বয়স ওর, আর মেসন গ্রিনউডের বয়স ১৯; দু’জনকেই বুঝে শুনে ব্যবহার করতে হবে আমাকে।’
শুধু গ্রিনউড কেন, আক্রমণভাগে বিকল্পের কি কমতি আছে ইউনাইটেডের? মার্কাস র্যাশফোর্ড আছেন, গেল মৌসুমে এডিনসন কাভানির আগুনে ফর্মটাও নিশ্চয়ই ভুলে যাননি তিনি, এরপর চলতি মৌসুমে দলে যোগ দিয়েছেন জেডন স্যাঞ্চো; সব মিলিয়ে ইউনাইটেড কোচের হাতে আছে একগাদা ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগের মতো মঞ্চে রোনালদোকে বসিয়ে দেওয়ার বিলাসিতাটা তো তাকেই মানায়!
৩৬-এ পা রাখলেও রোনালদো এখনো যেন ২৪ বছর বয়সী যুবকের মতোই টগবগে। এর কারণ যে নিজের শরীরের যত্ন নেওয়া, তা বলাই বাহুল্য। তবু দলের প্রয়োজনে বেঞ্চে বসতে হতে পারে তাকে, জানালেন সোলশায়ার। বললেন, ‘রোনালদো নিজের বেশ যত্ন নেয়। ম্যাচের ক্লান্তিটাও সেরে উঠবে সহসাই। তবে তাকে তো বটেই, দলের বাকি খেলোয়াড়দের চনমনে রাখা প্রয়োজন আমাদের।’
এনইউ/এটি