ব্যালন ডি'অর আমাকে মিস করে
সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ নিজের স্বর্ণযুগ হারিয়েছেন বহু আগেই। তবে ৩৯ বছর বয়সী এই সাবেক পিএসজি তারকার আত্মবিশ্বাস এখনো ভরপুর। এসি মিলানের এই ফরোয়ার্ড সাফ বলে দিলেন, সময়ের সেরা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে কোন অংশে কম নন তিনি। বরং নিজেকে বিশ্বের সেরা বলেই দাবি করলেন বিশালদেহী এই স্ট্রাইকার।
স্পোর্টস ম্যাগাজিন ফ্রান্স ফুটবলকে ইব্রাহিমোভিচ বলেন, ‘আপনি যদি প্রতিভা বা খেলার মানের কথা বলেন আমি কোন অংশেই তাদের চেয়ে পিছিয়ে নেই। তবে যদি ট্রফি দিয়ে বিচার করেন, হ্যাঁ আমি চ্যাম্পিয়ন্স লিগ জিতিনি।’
বিজ্ঞাপন
দলগত প্রচেষ্টা ছাড়া কোন খেলোয়াড় সফল হতে পারে না উল্লেখ করে সুইডিশ তারকা বলেন, ‘আমি জানি না এটা আপনারা কিভাবে বিচার করেন। দলগতভাবে ভাল কিছু করলেই ব্যক্তিবিশেষ লাভবান হয়। দল সফল হলেই একজন খেলোয়াড় সফল হয়।’
ব্যালন ডি'অরের দৌড়ে একসময় মেসি ও রোনালদোর সাথে পাল্লা দিলেও কখনোই সৌভাগ্য হয়নি এই সম্মাননা লাভের। কখনোই এই শিরোপা না পাওয়ায় হতাশ কিনা এমন প্রশ্নের জবাবে ইব্রাহিমোভিচ বলেন, ‘আমার মনে হয় ব্যালন ব্যালন ডি'অর আমাকে মিস করে। আমি জানি আমিও সেরা। সেরাদের তুলনা করাটা অযৌক্তিক।’
প্রায়শই নিজেকে সেরা দাবি করা ইব্রাহিমোভিচ ২০১৬-১৭ মৌসুম পর্যন্ত ধারাবাহিকভাবে ভালো খেলেন। এরপরই অফ ফর্ম, ইনজুরি সব মিলিয়ে তার সাথে আর চুক্তি নবায়ন করতে রাজি হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। সে বছর ইউরোপের কোন দল আর আগ্রহ দেখায়নি দুর্দান্ত ফিনিশার বলে খ্যাত এই স্ট্রাইকারের প্রতি।
ভালো কোন দল না পেয়ে যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগ এমএলএসে যোগ দেন এই সুইডিশ তারকা। সেখানে ভালো খেলায় এসি মিলানের নজরে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রের ক্লাব এলএ গ্যালাক্সি ছেড়ে পুনরায় এসি মিলানে ফিরেন ২০১৯-২০ মৌসুমে। গত মৌসুমে এসি মিলানের জার্সিতে ২১ ম্যাচে করেছেন ১৬ গোল।
এআইএ/টিআইএস