আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে কি না, বলা উচিত নয় : কোচ
কোপা আমেরিকা জেতার পর রীতিমতো উড়ছে আর্জেন্টিনা ফুটবল দল। ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলে এখন দলটির সমর্থকরা স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জেতার। আগামী বছর কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল শ্রেষ্ঠত্বের আস। এই টুর্নামেন্টের বাছাই পর্বেও এখন পর্যন্ত অপরাজিত আলবিসেলেস্তেরা।
স্বপ্নটা দিন দিন বড় হচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের। তবে বিশ্বকাপ জেতার প্রশ্নে কিছুটা নমনীয়ই দেখা গেল আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনিকে। এখনই বিশ্বকাপ জেতার কথা বলা ঠিক না বলেই মনে করেন আলবিসেলেস্তেদের হয়ে এখন পর্যন্ত সফল এই কোচ।
তিনি বলেন, ‘ইতালি ইউরোপের চ্যাম্পিয়ন, এছাড়া যেসব দল ফাইনালের কাছাকাছি পৌঁছেছে তারা গুরুত্বপূর্ণ জাতীয় দল। আমরা এখানে লড়াই করতে এসেছি। বিশ্বকাপ জিতব কি না, সেটা বলা ঠিক না। এখানে কঠিন লড়াই হবে কারণ একটা ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। কোনো টুর্নামেন্টে সেটা আরও বেশি হয়।’
বিজ্ঞাপন
স্ক্যালোনি আরও বলেন, ‘আমাদের ভাবনা হচ্ছে সবার সঙ্গে লড়াই করা, কোনো সন্দেহ নেই এটা কঠিন। আমরা দলগুলোকে বিশ্বকাপ জিততে দেখেছি, তারা দল হয়ে খেলার বাইরে গিয়ে সেটা করতে পারেনি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে লড়াই করা ও এটা মাথায় রাখা যে কেউ জাতীয় দল কাউকে নিচে নামায় না।’
আর্জেন্টিনার অবস্থান কোথায় এমন প্রশ্নের জবাবে দলটির কোচ বলেছেন, ‘আমরা জাতীয় দল হিসেবে ফুটবলে প্রতিযোগীতা করি। এটা বলা কঠিন যে আমাদের অবস্থান কী। আর্জেন্টিনা এমন একটা দল, যারা সেরাদের জন্যও অবস্থা কঠিন করে ফেলতে পারে।’
এমএইচ