ব্রাজিলের নাটকীয়তার পরের ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
ব্রাজিলে কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে বড় এক নাটকীয়তারই অংশ হয়েছে আর্জেন্টিনা। স্বাগতিকদের বিপক্ষে খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় বন্ধ হয়ে গেছে ম্যাচ। চার ফুটবলারের কোয়ারেন্টাইনের শর্ত না মানা নিয়ে শুরু হওয়া জটিলতায় শেষ অবধি স্থগিত হয়ে গেছে ম্যাচটি।
সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা চারেকের মধ্যেই ব্রাজিলও ছেড়ে এসেছে আর্জেন্টিনা ফুটবল দল। এরপর থেকেই তাদের সব মনোযোগ বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় হতে যাওয়া বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি।
বিজ্ঞাপন
এই ম্যাচের আগেই অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চার ফুটবলার ক্রিশ্চিয়ান রোমেরো, জিওভানো লো চেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও এমিলিয়ানো মার্টিনেজকে ছেড়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তাই স্বাভাবিকভাবেই থাকছেন না তারা। তাদের নিয়েই ব্রাজিলে ঝামেলা হয়েছিল।
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বদলি হওয়ার কথা ছিল ফ্রাঙ্কো আরমানির। কিন্তু ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তাই আর্জেন্টিনার গোলবারের নিচে দেখা যেতে পারে হুয়ান মূসোকে। ২০১৯ সালে মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে একমাত্র ম্যাচটি খেলেছিলেন আতালান্তার হয়ে ক্লাব ফুটবল খেলা এই গোলরক্ষক।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানাচ্ছে, ক্রিশ্চিয়ান রোমেরোর বদলে হেরমান পেজ্জেলা ও লো চেলসোর জায়গায় খেলতে পারেন প্যালেসিওস অথবা নিকোলাস গঞ্জালেস। এছাড়া ব্রাজিলের বিপক্ষে খেলা একাদশের বাকিরা থাকতে পারেন বলিভিয়ার বিপক্ষেও।
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :
হুয়ান মূসো, গঞ্জালো মন্তিয়েল, হেরমান পেজ্জেলা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আনহেল ডি মারিয়া, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস ও লাওতারো মার্টিনেজ।
এমএইচ