মেসি চলে যাওয়ার পর তার সঙ্গে কথা বলেননি বার্সা সভাপতি
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে চলে গেছেন প্রায় এক মাস হলো। ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে তাতে। কিন্তু এরপর আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে কথা হয়নি বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার। সম্প্রতি ইস্পোর্টসথ্রিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই বলেছেন তিনি।
বার্সেলোনা ছেড়ে গেল মাসে ফ্রান্সের ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। ইতোমধ্যে ক্লাবটির হয়ে অভিষেকও হয়ে গেছে আর্জেন্টাইন অধিনায়কের। বার্সার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে সব চূড়ান্ত থাকলেও শেষ অবধি আর সেটি হয়নি। কারণটা সবারই জানা।
লা লিগার অর্থনৈতিক বাধ্যবাধকতায় মেসিকে ধরে রাখতে পারেনি বার্সা। পরে বার্সেলোনায় বড় অঙ্কের বেতনধারী ফুটবলার অ্যান্টোয়ান গ্রিজমানকেও ছেড়েছে। এরপর অনেকেই বলেছেন, তাকে আগে ছাড়লে হয়তো ধরে রাখা যেত মেসিকে।
বিজ্ঞাপন
যদিও বার্সেলোনা সভাপতি এমন সুযোগ ছিল না বলেই দাবি করেছেন, ‘গ্রিজমান আগে ছেড়ে দিলে তখন মেসি যদি বেতন কমাতো। তাহলেও তাকে ধরে রাখা সম্ভব হতো না। তবে এটা গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের বেতনের কাঠামো কমিয়ে আনতে পেরেছি। আগামী বছর আমরা আরও উচ্চাকাঙ্ক্ষী হতে পারবো।’
পিএসজির জার্সিতে এখন অবধি একটি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। ওই ম্যাচটিতে তাকে অন্য ক্লাবের জার্সিতে দেখা অনেকের কাছেই অদ্ভূত লেগেছিল। ব্যতিক্রম নন বার্সেলোনা সভাপতিও। অন্য ক্লাবের জার্সিতে মেসিকে দেখা পছন্দ হয়নি তার।
তিনি বলেছেন, ‘আমার মনে হয় আমরা সবাই কষ্ট পেয়েছি অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য। সে চলে যাওয়ার পর আমি আর তার সঙ্গে কথা বলিনি। আমি তার পিএসজি অভিষেক দেখেছি, বার্সেলোনার প্রতিপক্ষ এমন অন্য ক্লাবের জার্সিতে তাকে দেখাটা অদ্ভূত। আমি তাকে অন্য ক্লাবের জার্সিতে দেখাটা পছন্দ করিনি।’
এমএইচ/এটি