বাংলাদেশ জাতীয় দলে গতকাল (রোববার) অভিষেক হয়েছে কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খানের। ৮৩ মিনিটে বদলি হিসেবে নামেন রাহবার। মাত্র মিনিট বারো খেলার সুযোগ পেলেও প্রথমবার বাংলাদেশ জাতীয় দলে খেলায় বেশ উচ্ছ্বসিত কানাডা প্রবাসী ফুটবলার।

আজ (সোমবার) দুপুরে কিরগিজস্তানে অনুশীলন শেষে জামাল ভূঁইয়াদের নতুন সতীর্থ রাহবার বলেন, ‘আমার প্রথম ম্যাচ ছিল। দল হারায় অবশ্য খারাপ লাগছে। আমার প্রথম ম্যাচ হিসেবে কিছুটা চাপ তো থাকবেই। তবে আমি শেষ দশ মিনিট আত্মবিশ্বাসী ছিলাম, নার্ভাস হইনি।’ 

বাংলাদেশ দলের জার্সি গায়ে দেয়ার পর ভালোবাসার জোয়ারে ভাসছেন এই ফুটবলার, ‘আমার পরিবার, বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেক ফুটবলপ্রেমী আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। আমি পরের ম্যাচে নিজের সেরাটা দিতে চাই।’ আজকের অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘সবাই কঠিন পরিশ্রম করছে। ফিনিশিংয়ের উপর কাজ হচ্ছে।’

বাংলাদেশ দল দুই গোলে হেরেছে। গোলের পেছনে গোলরক্ষক সোহেলের কিছু দায় থাকলেও ব্রিটিশ গোলরক্ষক কোচ লিস ক্ল্যাভলি সোহেলের প্রশংসাই করেছেন, ‘প্রথম গোলের সময় বল সোহেলের কাছে আসার আগেই ক্লিয়ার হওয়া উচিত ছিল। যাই হোক, খেলায় এমন হতেই পারে। সে দুর্দান্ত কিছু সেভও করেছে।’ 

গোলরক্ষকদের তুলনামূলক বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, ‘জিকো এখন এক নম্বর গোলরক্ষক। আন্তর্জাতিক ম্যাচগুলো সেই বেশি খেলছে। সোহেল আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিল কিছু সময়। ফলে এই ম্যাচের মাধ্যমে সে আন্তর্জাতিক অঙ্গনে আবার আত্মবিশ্বাস ফিরে পেল।’

দলের হেড কোচ জেমি ডে আগামীকাল ম্যাচ নিয়ে বলেন, ‘এটা খুব কঠিন। খুবই অল্প সময়ের মধ্যে আরেকটি ম্যাচের প্রস্তুতি নেয়া। আমাদের কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিতে হবে।’ আগামীকাল স্বাগতিক কিরগিজস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। 

এজেড/এটি/টিআইএস