অভিষেক হলো আরেক প্রবাসী ফুটবলারের
ম্যাচের তখন ৮৩ মিনিট। কোচ জেমি ডে এক সঙ্গে দুইটি পরিবর্তন করলেন। রাকিব হোসেনের জায়গায় মোহাম্মদ ইব্রাহিম ও সোহেল রানার জায়গায় রাহবার খান। রাহবার খান কানাডা প্রবাসী ফুটবলার। তিনি মাঠে নামার মিনিট বিশেক আগে আরেক প্রবাসী তারিক কাজীকে উঠিয়ে নেন। তারিক থাকলে এক সঙ্গে তিন প্রবাসী খেলার নতুন রেকর্ড হতো বাংলাদেশের ফুটবলে।
রাহবার খান দেশের তৃতীয় প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেললেন। ২০১৩ সালে জামাল ভূঁইয়া কাঠমান্ডু সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশ দলের জার্সি গাঁয়ে দিয়েছিলেন। জামাল সাত বছরের বেশি সময় জাতীয় দলে একাই প্রবাসী ফুটবলার ছিলেন। তার উত্তরসূরি হিসেবে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীকে পেয়েছেন মাস দুই আগে। কাতারে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে তারিক কাজীর অভিষেক হয়।
তারিক ঘরোয়া ফুটবলে খেলছেন। জামাল ঘরোয়া ফুটবলে না খেললেও তৎকালীন কোচ লোডভিক ডি ক্রুইফের ক্যাম্পে ছিলেন। কানাডা প্রবাসী রাহবার সরাসরি জাতীয় দলের মূল স্কোয়াডে ডাক পাওয়ায় ফুটবলাঙ্গনের বিস্ময় ছিল তাকে নিয়ে।
৮৩ মিনিটে নামার পর এই ফরোয়ার্ড নিজেকে চেনানোর তেমন সুযোগ পাননি। নির্ধারিত সময়ের সাত মিনিট ও ইনজুরি সময়ের পাঁচ মিনিটের অধিকাংশ সময় বল ছিল প্রতিপক্ষের পায়ে। অফ দ্য বল কিছুটা রানিং করেছেন। নিজেও বল পেয়েছেন কিছু সময়। ১২ মিনিট সংক্ষিপ্ত সময়ে নিজেকে জাহির করার তেমন সুযোগ অবশ্য পাননি।
জেমি ডে’র স্কোয়াডে রয়েছেন আরেক প্রবাসী তাহমিদ ইসলাম। ফ্রান্স প্রবাসী এই ফুটবলারের বয়স কম। তাকে নিয়ে জেমির মূল পরিকল্পনা অনুর্ধ্ব ২৩ দল। আজ সাইড বেঞ্চেই ছিলেন তিনি। আগামী দুই ম্যাচের মধ্যে যে কোনো একদিন তাকে দেখবেন কোচ জেমি।
এজেড/এমএইচ
বিজ্ঞাপন