ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই কখন, কোথায়, কীভাবে দেখবেন?
অপেক্ষার পালা শেষ হচ্ছে। সময়ের হিসেবে আর মাত্র ১৫ ঘণ্টা তারপরই তর্কসাপেক্ষে ফুটবল ইতিহাসের সেরা দ্বৈরথের ইতিহাসে যোগ হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। কোপা আমেরিকার ফাইনালে দারুণ লড়াইয়ের পর এবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের।
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার কোনো দলই এখনো হারেনি। তবে এক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে ব্রাজিল। সেলেসাওরা হার তো দূরের কথা, ড্র-ই করেনি এখন পর্যন্ত। আর্জেন্টিনা অবশ্য তিন ম্যাচে পয়েন্ট খুইয়েছে। দুই দলের অবস্থান তাই যথাক্রমে এক ও দুইয়ে।
বিজ্ঞাপন
আর্জেন্টিনা অবশ্য এগিয়ে আছে আরেকটা জায়গায়। করোনা ও কোয়ারেন্টাইন জটিলতা এড়াতে ইউরোপীয় শীর্ষ লিগগুলো দক্ষিণ আমেরিকান খেলোয়াড়দের ছাড়তে অসম্মতি জানিয়েছিল। সে বিধিনিষেধ মেনে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা আসেননি বিশ্বকাপ বাছাইপর্বে।
তবে আর্জেন্টিনা এগিয়ে আছে, কারণ দলের শীর্ষস্থানীয় সব খেলোয়াড়ই যে ক্লাবের চোখরাঙানি এড়িয়ে চলে এসেছেন দক্ষিণ আমেরিকায়। তবে এসব সুবিধা অসুবিধা একপাশে রেখে মাঠের খেলায় যে দুই দলের কেউ কাউকে ছাড় দেবে না, তা বলাই বাহুল্য।
ব্রাজিল আর্জেন্টিনার এই লড়াই কখন, কোথায় হবে, ও যেভাবে দেখবেন-
তারিখ- ৬ সেপ্টেম্বর, সোমবার। সময়- রাত ১টা (বাংলাদেশ সময়)
ভেন্যু- নিও কিমিকা অ্যারেনা, সাও পাওলো, ব্রাজিল।
টিভিতে দেখবেন যে চ্যানেলে- ভারত উপমহাদেশীয় অঞ্চলে কোনো টিভিতে সম্প্রচারিত হচ্ছে না এই ম্যাচ। ফলে অনলাইনই এই ম্যাচ দেখার একমাত্র ভরসা।
অনলাইনে দেখবেন যেভাবে- টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে এই লড়াই।
এনইউ/এটি