২১ বছরের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ছেড়ে এসেছেন লিওনেল মেসি। বিদায়ী সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পিএসজি পাড়ি জমানোর আগে প্রতিশ্রুতিও দিয়েছেন আবারও বার্সেলোনায় ফিরে যাওয়ার। তবে সেটা কোন ভূমিকায়, জানাননি তিনি।

লিওনেল মেসি আবারও বার্সেলোনায় ফিরবেন, তার আগে জিতবেন চ্যাম্পিয়ন্স লিগও। এমনই বিশ্বাস বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক তারকা হুয়ান রিকুয়লেমের। সম্প্রতি ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই বলেছেন তিনি। 

নেইমার, এমবাপেসহ তারকা বহুল দল নিয়েও কখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি পিএসজি। এক মৌসুম আগে ফাইনাল খেলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। চলতি মৌসুমে বেশ শক্ত দল গড়েছে পিএসজি। দলে টেনেছে মেসি-রামোসসহ বেশ কয়েক জন তারকা ফুটবলারকে।

হুয়ান রিকুয়েলমে মনে করেন এবার যদি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে তাহলে আর কখনোই পারবে না। তিনি বলেছেন, ‘যদি তারা এখন চ্যাম্পিয়ন্স লিগ না জেতে। তাহলে কখনো জিতবে না। আমার মনে হয় মেসি পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে আবার বার্সেলোনায় ফিরে আসবে। আর এখানেই অবসর নেবে।’

মেসি নিজের পিএসজি অধ্যায় উপভোগ করবেন বলেই বিশ্বাস সাবেক এই আর্জেন্টাইন তারকার, ‘আমি আশা করি মেসি তার প্যারিস অধ্যায়টাকে উপভোগ করবে। আমি জানি না এটা অদ্ভূত কি না। কিন্তু আমরা সবাই তাকে এমবাপে ও নেইমারের সঙ্গে খেলতে দেখার জন্য রোমাঞ্চিত।’

এমএইচ