এক গোলে ম্যাচ জিতে আর্জেন্টিনাকে হারানোর ‘হুমকি’ দিল ব্রাজিল
সাতে সাত। বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে যেন কেউ থামাতেই পারছে না তাদের। যদিও চিলির বিপক্ষে জিততে ঘাম ছুটে গেছে সেলেসাওদের। জিতেছে এভারটন রিবেইরোর একমাত্র গোলে। এই জয়ের পর আর্জেন্টিনাকে রীতিমতো হুমকিই দিয়ে রাখলেন ব্রাজিলের একমাত্র গোলদাতা।
এভারটনের ব্রাজিল ক্যারিয়ারের প্রথম গোলটা এসেছিল জাতীয় দলের জার্সি পরার সাত বছর পর, গেল জুন মাসে। তবে দ্বিতীয়টার অপেক্ষা খুব একটা বড় হয়নি তার। তবে প্রথমটার চেয়ে দ্বিতীয়টাকেই বোধ হয় এগিয়ে রাখবেন রিবেইরো। দল যে তার একমাত্র গোলেই পেয়েছে জয়।
বিজ্ঞাপন
এই জয়ে অবশ্য ব্রাজিলের জয়রথও অব্যহত রইলো আরও এক ম্যাচ। সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ৭ ম্যাচে টানা জিতল দলটি। ২১ পয়েন্ট নিয়ে আছে কনমেবল অঞ্চলের বাছাইয়ের মগডালেও। তাতে আত্মবিশ্বাসের পারদটাও চড়ে বসেছে দলটির।
তবে এরপরের ম্যাচটাই বড় পরীক্ষা নিয়ে হাজির হবে দলটির সামনে। লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি যে হতে হবে দলটিকে, দলের সবশেষ হারটিও আবার তাদেরই কাছে। কোপা আমেরিকার ফাইনালে সেই হারের বদলার কথা মুখে না আনলেও প্রচ্ছন্ন একটা হুমকিই দিয়ে রাখলেন রিবেইরো।
তার আগে মনে করিয়ে দিলেন টানা সাত জয় তুলে নিয়ে ইতিহাস গড়ার কথাও। ইতিহাসই বটে, বাছাইপর্বের শেষ পাঁচ ম্যাচে সেলেসাওদের জালে জড়ায়নি কোনো গোল। এমন শক্তপোক্ত রক্ষণ নিয়ে টানা জয়ের নজির নেই দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে আর একটিও। রিবেইরো বললেন, ‘টানা সাত ম্যাচ জয়টা অসাধারণ, ঐতিহাসিক। আমাদের সামনে এবার সেটা আটে উন্নীত করার পালা।’
তবে সে ম্যাচটায় যে কোচ লিওনেল স্ক্যালোনির দল ছেড়ে কথা বলবে না তা বলাই বাহুল্য। সেটা মাথায় আছে ব্রাজিলেরও। তাই মহারণের আগে একটু বিশ্রাম চাইছেন দলটির গোলরক্ষক ওয়েভারটন। বললেন, ‘ম্যাচটা কঠিনই হতে যাচ্ছে আমাদের জন্য। তার আগে এখন একটু বিশ্রাম চাই আমাদের, যেন প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারি। কোচ তিতে আমাদেরকে যে ভালোভাবেই ম্যাচটার জন্য প্রস্তুত করবেন, তা আমরা সবাই জানি। দিনশেষে আমাদের সবারই লক্ষ্য এক, জয় তুলে নেওয়া। আমরা সেটাই করতে চাই। তার প্রস্তুতিই নেব আমরা।’
এনইউ