এবার পিএসজির জার্সি পরা খুদে ভক্তের পাগলামির শিকার মেসি
ক্যারিয়ারে এমন দৃশ্য কতবার দেখেছেন লিওনেল মেসি? খেলার মাঝে, কিংবা ম্যাচ শেষে কতবার তাকে ছুটে এসে জড়িয়ে ধরেছেন ভক্তরা? তবে খুদে ভক্তের কবলে কি এভাবে পড়েছেন? তেমনই এক অভূতপূর্ব ঘটনা ঘটল আজ, আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের শেষে।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তখন ৩-১ গোলের সহজ এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি হাত মেলাচ্ছিলেন প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে। তখনই ঘটল ঘটনাটা। খুদে এক ভক্ত এসে জড়িয়ে ধরল মেসিকে। পিএসজি তারকাও তাকে সরিয়ে দিলেন না। জড়িয়ে ধরলেন সেই খুদে ভক্তকে।
বিজ্ঞাপন
ভাবছেন নিরাপত্তা কর্মীরা কী করছিলেন তখন? তারা যে তখন ব্যস্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়া বড় ভক্তদের ঠেকাতে। ম্যাচের শেষেই শুরু হয় এ ঘটনা। মেসিরা যখন হাত মেলাচ্ছেন একে অপরের সঙ্গে, তখন মাঠের চারপাশ থেকে ছুটে ছুটে আসছিল দর্শকরা, যার দেখা মিলত কেবল সেই ষাট-সত্তরের দশকেই! তাদের ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন নিরাপত্তা কর্মীরা। তাদেরই নজর এড়িয়ে মেসিকে এসে জড়িয়ে ধরেন সেই ভক্ত। তার গায়ে ছিল পিএসজির জার্সি, যাতে লেখা মেসির নাম আর জার্সি নম্বর ৩০।
এমন কিছুর দেখা ম্যাচ শেষে দেখা গেলেও ম্যাচে অবশ্য কঠিন সময়ই পার করেছেন মেসি। একে তো দীর্ঘ বিরতির পর নিজেকে স্বরূপে মেলে ধরতে পারেননি তিনি, মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছিল ভেনেজুয়েলা রক্ষণের সব কড়া ফাউল। সবকিছু মিলিয়ে কমপক্ষে তিনটি ট্যাকল সহ্য করেছেন যিনি, একটু এদিক সেদিক হলেই যা বড় চোট দিতে পারত তাকে।
সবকিছু মিলিয়েই মেসি এদিন ছিলেন না স্বরূপে। তবে তাতে দলের জয় অবশ্য আটকে থাকেনি। লাওতারো মার্টিনেজ, হোয়াকিন আর আনহেল কোরেয়ার গোলেই ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এনইউ